RG Kar News: প্রেসিডেন্সি জেলে সারদা-কর্তা সুদীপ্ত সেনের প্রতিবেশী RG Kar মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ !
Sandip Ghosh: ২৪ ঘণ্টা সন্দীপের ওপর নজরদারি চালাতে রাখা হয়েছে দুই জন নিরাপত্তা রক্ষীকে।
প্রকাশ সিনহা, কলকাতা : প্রেসিডেন্সি জেলে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) জন্য আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা তালাবন্ধ সেলে রাখা হচ্ছে আর জি কর মেডিক্যালের (RG Kar Medical College) প্রাক্তন অধ্যক্ষকে। প্রেসিডেন্সি জেলের প্রভাবশালীদের ওয়ার্ড পয়লা বাইশে নয়, সন্দীপ ঘোষের জায়গা হয়েছে দশ সেলের ৪৬ নম্বর লক আপে। প্রেসিডেন্সি জেলে সারদা-কর্তা সুদীপ্ত সেনের প্রতিবেশী আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। ২৪ ঘণ্টা সন্দীপের ওপর নজরদারি চালাতে রাখা হয়েছে দুই জন নিরাপত্তা রক্ষীকে। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে রাখা হয়েছে পয়লা বাইশ ওয়ার্ডে।
সন্দীপ ঘোষকে পেশ করা ঘিরে মঙ্গলবার উত্তাল হল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আদালত থেকে বেরনোর সময় সন্দীপ ঘোষের প্রিজন ভ্য়ানে চটির বাড়ি মারলেন এক ব্য়ক্তি। দফায় দফায় বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। সন্দীপ ঘোষ সহ ৪ অভিযুক্তকে এদিন হেফাজতে চায়নি সিবিআই। তাদের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
প্রথম দিন জুটেছিল চাঁটি, আর মঙ্গলবার চটি। সন্দীপ ঘোষ আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্য়ানে ওঠার পর তাতে চটির বাড়ি মারা হল !একবার নয় বারবার আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এক ব্য়ক্তি। ফের চোর বিদ্রুপ। তুমুল বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। আর জি কর মেডিক্য়ালে দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে মঙ্গলবার এভাবেই উত্তাল হল আলিপুরের বিশেষ CBI আদালত।
৮ দিনের CBI হেফাজত শেষে এদিন সন্দীপ ঘোষ, তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি এবং অপর দুই ধৃত বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে আদালতে পেশ করা হয়। কিন্তু সন্দীপ ঘোষকে হেফাজতে চায়নি CBI। ফলে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ সহ ৪ অভিযুক্তকে জেল হেফাজতে পাঠান বিচারক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন আদালতে জানায়, আর জি কর মেডিক্য়ালে দুর্নীতিতে একাধিক ব্য়ক্তির যোগ পাওয়া গেছে। প্রচুর ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয়েছে। মোবাইল ফোন, ল্য়াপটপ ও হার্ডডিস্ক ক্লোনিং করতে হবে। ডিজিটাল নথি খতিয়ে দেখার জন্য় সময় লাগবে। তাই ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।