RG Kar Case : সন্ধে থেকে তিন-তিনবার হাসপাতালে ! ধরা পড়ে গেল অভিশপ্ত দিনে সঞ্জয়ের সব গতিবিধি, বিস্ফোরক তথ্য সামনে
RG Kar Case : সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন হাসপাতালে তিনবার এসেছিল সঞ্জয়। প্রথমবার সঞ্জয় আর জি কর হাসপাতালে সঞ্জয় ঢোকে সন্ধে ৬টায়, তারপর ...
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : RG কর কাণ্ডে সিবিআই তদন্ত এগোচ্ছে কোনদিকে ? সঞ্জয় রায়ের পর সামনে আসছে কি আরও কোনও নাম ? সন্দীপ ঘোষকে ম্যারাথন জিক্ষাসাবাদ করে কি মিলল কোনও বড় সূত্র? নির্যাতিতার পরিবার থেকে সাধারণ মানুষ, সকলের নজরই এখন সেইদিকে। এরই মধ্যে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় একমাত্র ধৃত অভিযুক্ত সঞ্জয় সম্পর্কে নতুন তথ্য সামনে আসছে সিবিআই সূত্রে।
সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন হাসপাতালে তিনবার এসেছিল সঞ্জয়। প্রথমবার সঞ্জয় আর জি কর হাসপাতালে সঞ্জয় ঢোকে সন্ধে ৬টায়। জানা যাচ্ছে, সঞ্জয়ের সঙ্গে ছিল সৌরভ নামে এক সিভিক ভলান্টিয়ার। এই সিভিক ভলান্টিয়ার সৌরভের দাদা ভর্তি ছিল আর জি কর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে। সেখানে যায় তারা। কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে বেরিয়ে যায় দু'জনেয
আবার রাত ১১টার সময় আর জি কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে ঢোকে সঞ্জয়। এবারও কিছুক্ষণ থাকার পর হাসপাতাল থেকে বেরিয়ে যায় সঞ্জয়। তেমনটাই খবর সিবিআই সূত্রে। তৃতীয়বারের জন্য ভোর ৪.০৩ মিনিটে হাসপাতালে ঢোকে সঞ্জয়। ঘটনার দিন কেন বারবার হাসপাতালে এসেছিল সঞ্জয়, জানতে আর জি কর মেডিক্যালের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
সিবিআই সূত্রের খবর, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, নিরাপত্তা কর্মী মিলিয়ে প্রায় ২০ জনের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে, ঘটনার দিন রাতে কী কী দেখেছিলেন তাঁরা? হাপাতালের কার কার যাতায়াত ছিল? সেদিন রাতে কে কে এসেছিল হাসপাতালে? কোথায় কোথায় তারা ঘুরে বেড়াচ্ছিল? এছাড়াও ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চায় সিবিআই।
সিবিআই এখন জানতে চায়, সঞ্জয় কি একাই ছিল, নাকি আরও কাউকে দেখা গিয়েছিল ওই দিন, যার বা যাদের ভূমিকা সন্দেহজনক ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি, চারতলার সেমিনার হলের পাশের অংশ কবে থেকে ভাঙা হচ্ছিল, কেন ভাঙা হচ্ছিল, সেই সব বিষয়েও তথ্যও হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চাওয়া হচ্ছে।
সোমবার ফের একবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে। সন্দীপের বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল রয়েছে বলে সূত্রের খবর। নিজের বয়ানও বারবার বদল করছেন সন্দীপ ঘোষ। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে এমনই দাবি করছে সিবিআই।
আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার