West Bengal News Live: RG কর মেডিক্যালে আর্থিক বেনিয়মের অভিযোগ, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই
West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

Background
পে লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র বাঁশদ্রোণী। ২ ঘণ্টা ঘেরাও পাটুলি থানার ওসি। কাদাজলে নামিয়ে বিক্ষোভ।
পে লোডারে পিষে ছাত্রের মৃত্যুতে স্থানীয়দের হাতে ঘেরাও ওসি। উদ্ধারে নামল খোদ তৃণমূল বাহিনী! কাউন্সিলর ঘনিষ্ঠ, তাও বিজেপি কর্মী বলে দাবি।
সকাল থেকে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী। দলীয় কর্মীকে আটকের অভিযোগে থানার ভিতরে অবস্থানে রূপা, বাইরে বিক্ষোভ।
ছাত্র মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ বাঁশদ্রোণী। ঘাতক পে লোডারে ভাঙচুর। ওসির পর এসিপিকে ঘিরেও বিক্ষোভ। ৪টি এফআইআর, ৫জন গ্রেফতার, জানাল পুলিশ।
মহালয়ার মায়ের কোল খালি। ৫ বছর ধরে বেহাল রাস্তা, বিক্ষোভকারীদের পুলিশের সামনেই রাস্তায় ফেলে মার! অভিযোগ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে।
বিচারের দাবিতে এবার দিল্লি চলোর ডাক জুনিয়র ডাক্তারদের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা-মহামিছিলের পরে গঙ্গায় হাজার প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ।
হাজার প্রদীপে প্রতিবাদ
আর জি করে ধর্ষণ-খুনের পর ৫৫দিন পার। অধরা বিচার। প্রতিবাদে মহালয়ায় জুনিয়র ডাক্তারদের মহামিছিলে জনজোয়ার। সামিল ভাঙা পা নিয়েও।
পুজোর মুখে পূর্ণ কর্মবিরতির ডাক। আজ জুনিয়রদের সঙ্গে বৈঠকে বসছেন সিনিয়র ডাক্তাররা।
চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড়ের মধ্যেই আবার আর জি কর মেডিক্যাল। মহিলা পিজিটিকে প্রাণনাশের হুমকির অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে। টালা থানায় অভিযোগ দায়ের।
West Bengal News Live: বুধবার বাঁশদ্রোণীতে দুর্ঘটনায় ছাত্রমৃত্যু ঘিরে পুলিশের উপর আছড়ে পড়ে জনরোষ
বুধবার বাঁশদ্রোণীতে দুর্ঘটনায় ছাত্রমৃত্যু ঘিরে পুলিশের উপর আছড়ে পড়ে জনরোষ। তার মধ্যেই তাদের উদ্ধার করতে হাজির হয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত বাহিনী। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
RG Kar Protest Live: কর্মবিরতি বেআইনি, অভিযোগে হাইকোর্টে মামলা
পুজোতেও কর্মবিরতি, আর জি কর মেডিক্যালে বৈঠক সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের। উঠুক কর্মবিরতি, পরামর্শ সিনিয়রদের। কর্মবিরতি বেআইনি, অভিযোগে হাইকোর্টে মামলা।






















