West Bengal News Live: 'এভাবে আমাদের ভাঙা যাবে না', ধর্নামঞ্চ থেকে কড়া বার্তা জুনিয়র ডাক্তারদের
West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
ধর্মতলায় আমরণ অনশনের মধ্যেই ১০ দফা দাবিতে মহামিছিলে ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল থেকে এসএসকেএম-পঞ্চমীর বিকেলে ধর্মতলা চলো।
আর জি কর-কাণ্ডের চার্জশিটে কেন শুধু একজনের নাম? মহামিছিলের পর এবার ষষ্ঠীতে সিবিআই দফতর অভিযানের ডাক ডাক্তার-নার্সদের ৩টি সংগঠনের
প্রায় ৩দিনে অনশনে জুনিয়র ডাক্তাররা। পাশে দাঁড়িয়ে আর জি কর মেডিক্যালের ৪০ সিনিয়র ডাক্তার-অধ্যাপকের ইস্তফা। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি।
জুনিয়রদের পাশে দাঁড়িয়ে চাপ বাড়ালেন সিনিয়র ডাক্তাররাও। গণইস্তফার হুঁশিয়ারিতে কলকাতা মেডিক্যাল, এসএসকেএমে সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন।
দফায় দফায় সংঘাত, জট কাটবে ধর্মতলার অনশনে? আর জি কর মেডিক্যালের অধ্যক্ষকে নবান্নে তলব, সিদ্ধান্তের দিকে তাকিয়ে জুনিয়র ডাক্তাররা
West Bengal News Live: পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র ভাঙড়।
পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র ভাঙড়। দুর্ঘটনায় একজনের মৃত্যু, আরেকজন আহত হওয়ার পরেই বাসন্তী হাইওয়ের ঘটকপুর মোড় অবরোধ করে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ। পুলিশের তোলাবাজি থেকে বাঁচতেই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। হেলমেট ছাড়া দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল, অন্য বাইকের ধাক্কায় মৃত্যু। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পুলিশ সূত্রে।
WB News Live Updates: অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'
অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে কাল মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা। আর জি কর থেকে জয়নগর-ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে 'অভয়া পরিক্রমা'
West Bengal News Live: এভাবে আমাদের ভাঙা যাবে না: জুনিয়র ডাক্তার
পুজোর মধ্যেই জুনিয়র ডাক্তারদের অনশনের ৩দিন পার। 'অনশনে ডাক্তাররা, কিন্তু নির্লিপ্ত রাজ্য সরকার। এভাবে আমাদের ভাঙা যাবে না। কাজের যা গতি দেখছি, তাতে আমরা সন্দিহান। আমাদের বলা হচ্ছে কাজে ফিরে যাও, এটা অপমানজনক। মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছিলাম। শাসক দলের মুখপাত্ররাও আমাদের কটাক্ষ করছেন', ধর্নামঞ্চ থেকে মন্তব্য জুনিয়র ডাক্তারদের।
WB News Live Updates: আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পঞ্চমীর কলকাতাতেও হল জোড়া মিছিল।
আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পঞ্চমীর কলকাতাতেও হল জোড়া মিছিল। রাস্তায় নামলেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজ ও SSKM হাসপাতাল থেকে বেরিয়ে এদিন দুটি মিছিলই গিয়ে মেশে ধর্মতলার অনশনস্থলে। অন্যদিকে, বায়ো টয়লেট, চৌকির পর মঙ্গলবার সকালে জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে জলের গাড়ি আনতেও বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
West Bengal News Live: নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে বিচারের দাবিতে ফের রণক্ষেত্র কুলতলি
নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে বিচারের দাবিতে ফের রণক্ষেত্র কুলতলি। ফের জনরোষের মুখে পুলিশ, বিক্ষোভে SDPO, গাড়ি ভাঙচুর । গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পালাল পুলিশ । হাসপাতালের পর গ্রামে গিয়েও বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। হাইকোর্টের ভর্ৎসনার পরে FIR-এ POCSO ধারা, এবার তদন্তে SIT । বারুইপুরের SP পলাশচন্দ্র ঢালির নেতৃত্বে SIT গঠন করল সরকার