RG Kar Case : 'বাবা-মাকেই বলা হয়েছে' মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বিস্ফোরক নির্যাতিতার পরিবার
'এরা বিচার চায় না ! পুরো কেসটাকে জলে ফেলে দিল', আর জি কর-কাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে বুধবার এই মন্তব্য় করেন মমতা। তাতেই প্রতিক্রিয়া দেন নির্যাতিতার বাব-মা।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : বুধবারই সিবিআই তদন্ত নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার একদিন পর, ফের তদন্ত নিয়ে মুখ খুললেন আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিশানায় তারাই, মনে করছেন নির্যাতিতার মা।
বুধবার মেয়ো রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৯ তারিখের ঘটনার পর ১২ তারিখ সকালেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি । তিনি তাঁর বাবা-মাকে বলেন. 'বলুন আপনারা কী বলতে চান। আপনারা আমাদের কাছে কী কী চান। আপনাদের কী কী দাবি।'
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গেছিলাম। তার আগে যিনি কেসটা দেখছিলেন আমাদের পুলিশের, তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে, CCTV ফুটেজ দেখিয়ে, সব রিপোর্ট তার বাবা-মাকে দেখিয়ে এসেছিল। আমি শুধু বলেছিলাম, আজকে সোমবার। আমাকে শনিবার পর্যন্ত সময় দিন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি--- পাঁচদিন। মঙ্গলবারের মধ্য়ে CBI হয়ে গেল।'
মুখ্যমন্ত্রীর কথায়, 'এরা বিচার চায় না ! পুরো কেসটাকে জলে ফেলে দিল', আর জি কর-কাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে বুধবার এই মন্তব্য় করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
মুখ্য়মন্ত্রীর এই মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে নির্যাতিতার মা বলেন, 'ওরা মানে আমাদের, বাবা-মাকেই বলা হয়েছে এবং যারা আন্দোলন করছে, তাদেরও বলা হয়েছে। বিশেষ করে বাবা-মাকেই উল্লেখ করা হয়েছে। আমরা বিচার চাইব না?'
১৬ দিন ধরে তদন্ত, সন্দীপ ঘোষকে ১৩৫ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ, ৮ জনের পলিগ্রাফ টেস্ট, ১২ বার ঘটনাস্থল পরিদর্শনের পরvআর জি কর-কাণ্ডে এখনও অবধি কতদূর এগোল CBI? এই প্রশ্নটাই এখন সবার মনে ।
এরই মধ্যে বৃহস্পতিবার ফের সকাল সকাল CGO কমপ্লক্সে যান আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হয় ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ। সকাল থেকে রাত। চিকিৎসকের খুন-ধর্ষণের পাশাপাশি আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে। সিবিআই-এর পাশাপাশি ইডিও যার তদন্ত করছে। কিন্তু সব শেষে বেরিয়ে আসবে কি নির্যাতিতার অপরাধী কারা ? কারা ঘটাল এমন ঘটনা? প্রতিবাদ মিছিল, অভিযোগ - পাল্টা অভিযোগ, রাজনীতির আকচাআকচির মধ্যে , বিচারের দাবি কবে পূরণ হবে ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।