RG Kar Protest Live : কাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে ‘ধর্ষণের হুমকি’
Kolkata RG Kar Case Live Updates : রবিবার সন্দীপ ঘোষের বাড়ি সহ মোট ১৫ টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে ঘণ্টার পর ঘণ্টা চলে ম্যারাথন জেরা।
LIVE
Background
কলকাতা : আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের তদন্তের পাশাপাশি, শুক্রবার হাইকোর্টের নির্দেশে হাসপাতালে দুর্নীতির তদন্তও গেছে সিবিআইয়ের হাতে। আর দায়িত্বভার হাতে নিয়েই একেবারে সাঁড়াশি আক্রমণে নেমে পড়েছে সিবিআই। রবিবার সন্দীপ ঘোষের বাড়ি সহ মোট ১৫ টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে ঘণ্টার পর ঘণ্টা চলে ম্যারাথন জেরা।
রবিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। এদিকে, আর জি কর-কাণ্ডের তদন্তে রাজ্য় সরকার গঠিত সিটের সদস্য় এবং বেশ কয়েক জন পুলিশ আধিকারিক সিজিওতে যান। আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন এমএসভিপি বুলবুল মুখোপাধ্য়ায়কেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
অন্যদিকে, ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে চড়ছে রাজনীতির পারদ। অরাজকতা তৈরির চেষ্টা করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। আক্রমণ শানিয়েছে তৃণমূল। এই কর্মসূচি অরাজনৈতিক বলে পাল্টা দাবি করেছেন ছাত্র সমাজের সদস্যরা।
RG Kar News: আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ
আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে কাল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ। যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কাল কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। অন্যদিকে, কাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে।
RG Kar Incident: নবান্ন অভিযানের দরুণ কলকাতার বেসরকারি স্কুলগুলির ক্লাস বন্ধের নোটিস
কাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলির ক্লাস বন্ধের নোটিস। কাল বন্ধ থাকবে সেন্ট জেমস্, ক্লাস হবে শনিবার। কাল পরীক্ষা বন্ধ ডিপিএস রুবি পার্কে, বন্ধ থাকবে ক্লাসও। গোখেল মেমোরিয়ালে পরীক্ষা স্থগিত। ডন বস্কো পার্ক সার্কাসে ক্লাস নয়, বন্ধ প্র্যাকটিকালও। ক্যালকাটা বয়েজে পরীক্ষা স্থগিত, ক্লাস অনলাইনে। ক্যালকাটা গার্লসে ক্লাস বন্ধ। দুপুর ২.২০ মিনিটের বদলে ১২.৩০ মিনিটে ছুটি লা মার্টিনিয়ারে। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে ষষ্ঠ থেকে দ্বাদশ বেলা ১২ ছুটি। জি ডি বিড়লায় অনলাইনে ক্লাস। সুশীলা বিড়লা গার্লস স্কুলে পরীক্ষা স্থগিত, পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পরীক্ষা স্থগিত, চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইনে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত, দাবি স্কুল কর্তৃপক্ষের।
RG Kar News: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযানের আগেই নবান্নের সামনে তুলকালাম
আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযানের আগেই নবান্নের সামনে তুলকালাম। নবান্নের গেটের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জড়ো হতেই হাজির হল পুলিশ। অভিযোগ, প্রতিবাদের জন্য জায়গা দেখতে আসতেই নাকি ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ।
RG Kar Incident: আর জি কর-কাণ্ডে সিবিআইকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিঠি
আর জি কর-কাণ্ডে সিবিআইকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিঠি। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি । 'চিকিৎসক ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটের মূল চক্রী মমতা বন্দ্যোপাধ্যায়'। মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসাবাদ চেয়ে সিবিআই-অধিকর্তাকে বিজেপি সাংসদের চিঠি।
RG Kar News: আর জি কর-কাণ্ডের আবহেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে ‘ধর্ষণের হুমকি’
আর জি কর-কাণ্ডের আবহেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে ‘ধর্ষণের হুমকি’, ১০ কোটি টাকার পুরস্কার ঘোষণার অভিযোগ উঠল। সোশাল মিডিয়ায় ভিডিও দেখে তৎপর রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে তারা। এই ঘটনায় পকসো আইন, জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মামলা রুজু করার জন্য পুলিশকে বলা হয়েছে। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, এর ফলে সমাজে ভয়ঙ্কর বার্তা যাবে। এটা শুধু একজন নয়, সমস্ত নাবালিকার নিরাপত্তার প্রশ্ন।
এই ঘটনায় সোশাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করে সরব হয়েছে তৃণমূলও।