RG Kar Case: RG Kar কাণ্ডে এই এলাকাগুলিতে '৫ জনের বেশি জমায়েত নয়', কবে অবধি পুলিশি নিষেধাজ্ঞা ?
RG Kar Adjacent Area Ban On Meeting: ৫জনের বেশি জমায়েত নয় আর জি কর মেডিক্যাল লাগোয়া এই এলাকাগুলিতে , দেখুন একনজরে
![RG Kar Case: RG Kar কাণ্ডে এই এলাকাগুলিতে '৫ জনের বেশি জমায়েত নয়', কবে অবধি পুলিশি নিষেধাজ্ঞা ? RG Kar Doctors Death Mystery Ban duration increased on meeting Rally RG Kar Medical College Adjacent area in Kolkata RG Kar Case: RG Kar কাণ্ডে এই এলাকাগুলিতে '৫ জনের বেশি জমায়েত নয়', কবে অবধি পুলিশি নিষেধাজ্ঞা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/9621b50ba2a6f482dfce819c626eb2fc1725028172853484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাড়ল আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ। ৫জনের বেশি জমায়েতে পুলিশি নিষেধাজ্ঞা বাড়ল আরও ১৫দিন। বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোড, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা । আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে ১৫ সেপ্টেম্বর।
মূলত আরজিকরকাণ্ডে হাইকোর্ট নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত মামলাটির তদন্তের দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। রাজ্যে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি-অপরাধের ঘটনায় অতীতেও রাজ্য পুলিশের থেকে মামলা হস্তান্তর হয়েছে। অধিকাংশ হাই প্রোফাইল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এবার ফারাক শুধু সময়ে। পুলিশকে মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ের আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলা চলে যায় সিবিআইয়ের হাতে।
ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। হয়েছে পলিগ্রাফ টেস্ট। তবে সেখানেই প্রতিবাদে যবনিকা পড়েনি। অভিযোগের আঙুল উঠেছে প্রশাসনের দিকে। যেখানে এক বিক্ষোভকারী পর্যন্ত বলেছেন, 'শূন্য বুদ্ধিতেও যে প্রশ্নটা আসে যে একজন মানুষের পক্ষে কি এতবড় একটা ঘটনা ঘটানো সম্ভব? আরজিকরকাণ্ডে ধৃত, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কি একাই কালপ্রিট? নাকি এই পাশবিক ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে?' আর এই বিতর্কের মাঝেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'দোষী সাজা পাক, কিন্তু দেখতে হবে নির্দোষ যেনও সাজা না পান।'
আরও পড়ুন, দেহ উদ্ধারের দিন সেমিনার হলে দেহের কাছে কারা ? ছবি হাতে চেনানোর চেষ্টা ডিসি সেন্ট্রালের
সাত দিনে দ্বিতীয়বার। ধর্ষণ বিরোধী কড়া আইন তৈরির আর্জি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্থান-সহ আইন তৈরি ছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠন করে ট্রায়াল শুরুর কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, বিধানসভায় কড়া ধর্ষণ-বিরোধী আইন আনার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব, বিধানসভায় স্পিকারকে বলে এবং আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আগামী ১০ দিনের মধ্যে, ফাঁসি, ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাস করে রাজ্যপালের কাছে পাঠাব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)