RG Kar Nabanna Abhijan: ক্রেনে কন্টেনার নামিয়ে রাস্তায় প্রতিরোধের প্রাচীর ! মিছিল রুখতে বেনজির ছবি কলকাতায়
RG Kar Nabanna Abhijan High Security :নবান্ন অভিযান ঘিরে ব্যারিকেড নগরী কলকাতা ও হাওড়া, মিছিল রুখতে কড়াকড়ির বেনজির ছবি বঙ্গে
কলকাতা: ক্রেনে করে কন্টেনার নামিয়ে গড়ে তোলা হয়েছে প্রতিরোধের প্রাচীর। নবান্ন অভিযান ঘিরে ব্যারিকেড নগরী কলকাতা ও হাওড়া। প্রায় ১০ ফুট উচ্চতার গার্ডরেল। পুলিশের দখলে মিছিলের রুট। বন্ধ করা হয়েছে হাওড়ামুখী এজেসি বোস রোড। মিছিল রুখতে কড়াকড়ির বেনজির ছবি কলকাতায়।
এজেসি বোস রোড ও দ্বিতীয় হুগলি সেতু সংযোগকারী সমস্ত রাস্তায় ভোর থেকে মোতায়েন রয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে স্টিলের গার্ডরেল। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী প্রতিটি রাস্তাই পুলিশে ছয়লাপ। বেলা বাড়ার সঙ্গে দ্বিতীয় হুগলি সেতু ও অ্যাপ্রোচ রোডগুলিতে যান নিয়ন্ত্রণ শুরু হবে। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন হওয়ায়, বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দিয়েছে পুলিশ। ব্যারিকেডে গ্রিজ লাগাচ্ছে কলকাতা পুলিশ। বিক্ষোভকারীরা যাতে ব্যারিকেডে উঠতে না পারে, তার জন্য গ্রিজ লেপে দিল পুলিশ। হেস্টিংসের কাছে ব্যারিকেডে গ্রিজ লাগাল পুলিশ।
সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ। মঙ্গলবার শহরের একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু এবং র্যাম্প,খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, গার্ডেনরিচ রোড, রিমাউন্ট রোড-সহ বেশ কয়েকটি রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মধ্য কলকাতার জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, খিদিরপুর রোড, এজেসি বোস রোড-সহ আরও কয়েকটি রাস্তায়পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন, নবান্ন অভিযান প্রসঙ্গে প্রতিক্রিয়া রাজ্যপালের, 'শান্তিপূর্ণ প্রতিবাদে কোনও শক্তিপ্রয়োগ নয়..'
আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান। অভিযানের অনুমতি দেয়নি পুলিশ, যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন্স, হেস্টিংস হয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল। অপর মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নর দিকে এগোবে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।