RG Kar Case: 'আসল দোষীদের আড়াল করার চেষ্টা..', মুক্তির পর RG Kar কাণ্ডে দাবি সায়নের
Sayan On RG Kar Case: হাইকোর্টের নির্দেশে আজই মুক্ত হন সায়ন লাহিড়ি, মুক্তির পরেই খুললেন মুখ, কী প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের ?
কলকাতা: ৪ দিনের মাথায় হাইকোর্টের নির্দেশে মুক্ত সায়ন লাহিড়ি। দুপুর ২টোর আগেই ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হন তিনি। মুক্তি পর তিনি জানিয়েছেন, কোনও অনৈতিক কাজ করিনি। আসল দোষীদের আড়াল করার চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, 'হাইকোর্টের রায়ে খুশি। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া দুর্ভাগ্যজনক', মুক্তির পর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের।
'আসল দোষীদের আড়াল করার চেষ্টা, কোনও অনৈতিক কাজ করিনি'
এদিন সায়ন বলেন, এখানে যারা স্বাভাবিকভাবে প্রতিবাদ জানাচ্ছে, তাঁদেরকে আটকানোর জন্য, আমরা তো দেখতে পাচ্ছি, রাজ্য সরকার কীভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় উকিলকে দিয়ে সুপ্রিম কোর্টে এখানটায় মুভ করাচ্ছে। আমার মায়ের সঙ্গে কথা হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই শুভেন্দু অধিকারীকে।..আমার মা আমাকে বলেছেন, এই লড়াই আমি যখন শুরু করেছি, তিনি আমার সঙ্গে আছেন। এবং এই লড়াইয়ের শেষ দেখে আমরা ছাড়ব।'
' সমাজের ভাল-মন্দের দায়ভার ছাত্রদের'
তিনি আরও বলেন, 'রাজনৈতিক দল তাঁর কাজ করবে। তাঁরা এই ছাত্রসমাজকে তাঁরা যেভাবে নাম দিতে চায় সেটা তাঁদের ব্যক্তিগত দায়িত্ব। আমি এটুকুই বলতে পারি, ভারতবর্ষের চালিকাশক্তি হচ্ছে ছাত্র। আমাদের যে কনসেপ্টটা ছিল, যে সমাজের ভাল-মন্দের দায়ভার ছাত্রদের। ছাত্ররা এই মিছিলের অগ্রভাগে থাকবে।'
সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য
এদিকে, সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য। হাইকোর্টের নির্দেশে দুপুর ২টোর আগেই মুক্ত হন সায়ন। ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্তি সায়নের, বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্য। পাল্টা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে সায়নের মায়ের তরফেও। গত মঙ্গলবার 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠান' থেকে বেরোনোর পরই গ্রেফতার করা হয়। রাস্তা থেকেই গ্রেফতার করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়িকে।
আরও পড়ুন, 'ঠাকুর ঘরে কে , আমি তো কলা খাইনি..' ! কুণালের পাল্টা অরিজিৎ সিং
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।