RG Kar Protest: নাগরিক ধর্নামঞ্চে 'অভব্য আচরণ', 'শ্লীলতাহানি'র মামলায় গ্রেফতার টালিগঞ্জের ওই যুবক
RG Kar News: এদিকে আজ এক ধর্ষণ-খুনের প্রতিবাদে চলা ধর্নাতেই শ্লীলতাহানির অভিযোগ। ধর্মতলার ধর্নায় মত্ত যুবকের দৌরাত্ম্যে ঘিরে বাধল হুড়োহুড়ি।
কলকাতা: ফের রাত দখল। এবার ধর্মতলায়। রাতের রাজপথে আবার প্রতিবাদের ঢেউ। প্রতিবাদের বেনজির ছবি দেখল শহরের প্রাণকেন্দ্রে ধর্মতলা। শেষ না দেখে ছাড়ব না- রাস্তার বুকে লিখে দেওয়া হল লড়াইয়ের বার্তা। এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। তবে সন্ধেয় মিছিল ধর্মতলা পৌঁছতেই সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনিক জবাব না এলে রাতভর চলবে এই প্রতিবাদ, এই আন্দোলন।
এদিকে আজ এক ধর্ষণ-খুনের প্রতিবাদে চলা ধর্নাতেই শ্লীলতাহানির অভিযোগ। ধর্মতলার ধর্নায় মত্ত যুবকের দৌরাত্ম্যে ঘিরে বাধল হুড়োহুড়ি। তুমুল উত্তেজনার সাক্ষী থাকল রবিবারের রাতের ধর্মতলার ধর্নাও। রাত দশটা নাগাদ আচমকাই ধর্নামঞ্চের কাছে তুমুল হুড়োহুড়ি শুরু হয়। দেখা যায়, এই যুবককে ধরে নিয়ে আসছেন আন্দোলনকারীরা। অভিযোগ, মত্ত অবস্থায় ধর্নায় ঢুকে পড়ে এই যুবক।
কয়েকজন মহিলা আন্দোলনকারীর সঙ্গে সে অভব্য আচরণ করে বলে অভিযোগ। আন্দোলনকারীরা ধাওয়া করে তাকে ধরে। তাকে নিয়ে যাওয়া হয় ধর্নামঞ্চের দিকে। এই ঘটনা ঘিরে ধর্নাস্থলে তীব্র উত্তেজনা তৈরি হয়। চলে আসে পুলিশ। ধর্নামঞ্চের কাছ থেকে নিয়ে গিয়ে, প্রথমে তাকে ঢোকানো হয় একটা কিয়স্কে, তারপর সেখান থেকে বার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় থানায়।
আরও পড়ুন, 'পুজোর অনুদান তো ফেরাচ্ছেন, বেতন, বোনাস নেবেন তো?' সরকারি কর্মচারীদের নিশানা কাঞ্চন মল্লিকের
রাতে থানায় গিয়ে এফআইআর দায়ের করেন কয়েকজন আন্দোলনকারী। তারপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে ধর্মতলায় আন্দোলনে উপস্থিত অভিনেত্রী উষসী চক্রবর্তী বলেন, 'মহিলাদের ওপর আক্রমণ করাটা যেন খুব সহজ হয়ে গেছে। আর জি করের ঘটনায় প্রপার দোষীরা শাস্তি না পেলে আমরা কেউ সুরক্ষিত হয়ে থাকতে পারব না। এদের কাছে বার্তা যাবে, পশ্চিমবঙ্গ একটা দারুণ চারণভূমি। মুখ্যমন্ত্রীর কাছে জনমত আছে। আপনি মহিলা। আমি ঘুমোতে পারছি না। উনি কীকরে পারছেন, জানি না। কোনওভাবে যেন দোষীরা ছাড়া না পায়।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে