RG Kar Lady Doctor's Murder: 'কেন ভাঙা হচ্ছিল সেমিনার হলের উল্টোদিকের ঘর ?' HOD - কে ঘিরে দফায় দফায় বিক্ষোভ আরজি করে
RG Kar Hospital Agitation: বিষয়টি জানাজানি হতেই, মঙ্গলবার সন্ধেয় মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখিয়েছিল SFI, DYFI। তথ্য-প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা ।
ঝিলম করঞ্জাই, কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজের ইমার্জেন্সির চারতলায়, যে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল,তার ঠিক উল্টোদিকের ঘরে শুরু হয়েছিল সংস্কার। বিষয়টি জানাজানি হতেই, মঙ্গলবার সন্ধেয় মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখিয়েছিল SFI, DYFI। তথ্য-প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা । রাতে অবশ্য কাজ বন্ধ রাখার নোটিস পাঠায় CBI। এই ইস্যুতে নিয়ে আজও ফের উত্তাল হল আরজি কর চত্বর। চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ফার্মাসিউটিক্যাল ওয়ার্কাস এমপ্লয়িদের তরফে। 'কেন ভাঙা হচ্ছিল সেমিনার হল লাগোয়া ঘর ?' এই প্রশ্ন তুলে HOD - কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। RG Kar Lady Doctor's Murder
আরজি করে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ মিছিল হয়। ফার্মাসিউটিক্যাল ওয়ার্কাস এমপ্লয়িদের পক্ষ থেকে সেই মিছিল করা হয়। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের HOD অরুণাভ দত্ত চৌধুরীর প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে এসেছিলেন। আরজি করের অধ্যক্ষের অফিসে এসেছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের তদন্তকারীরা। সেখানেই যোগ দিতে আসেন অরুণাভ দত্ত চৌধুরী। তিনি বেরনোর সময় ফার্মাসিউটিক্যাল ওয়ার্কাস এমপ্লয়ির তরফে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। তাঁরা জানতে চান, যেখানে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে সেখানে কেন সংস্কারের কাজ হচ্ছে ? তাঁরা জানতে চান কে এই কাজের অনুমতি দিয়েছেন ? সেই বিষয় নিয়ে তাঁরা বিভাগীয় প্রধানকে ঘিরে ধরেন। তাঁদের মূল বক্তব্য, তিনি বিভাগীয় প্রধান হয়েও, যেখানে হত্যার ঘটনা ঘটেছে সেখানে কী করে সংস্কারের কাজ করতে দিতে পারেন। যদিও বিভাগীয় প্রধানের দাবি, সেটার অনুমতি তিনি দেননি। তার অনুমতি দিয়েছেন অধ্যক্ষ। তিনি দেখে সেই কাজ বন্ধ করিয়ে দেন।
অরুণাভ দত্ত চৌধুরী বলেন, "প্রিন্সিপ্যাল তখন সন্দীপ ঘোষই ছিলেন। তার অর্ডার আমি কিছু পাইনি। যা কিছু পেয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা পেয়েছেন। আমাকে এসে শুধু বলেছেন। আমাকে কোনও অর্ডার দেখাননি। আমি অনুমতি দেওয়ার মালিক নই। পিজিটির যে ঘরটা হবে সেটা বড় করার প্ল্যান ছিল। আমি তো ফরেন্সিকের লোক নয় যে বলব প্রমাণ লোপাট হতে পারে। নতুন প্রিন্সিপ্যাল জানতেন কি না আমি বলতে পারছি না। "
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।