RG Kar News: নির্যাতিতার মা-বাবাকে নিয়ে RG Kar-এ CBI, সেমিনার রুম নয়, কোথায় নিয়ে যাওয়া হল ?
CBI Investigation: সিবিআইয়ের টিম সরাসরি চলে যায় নির্যাতিতার বাড়িতে। সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাঁদের হাসপাতালে আনা হয়।
কলকাতা : তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তাঁর মা-বাবাকে নিয়ে আরজি কর মেডিক্যাল কলেজে গেল সিবিআই । আরজি কর মেডিক্যালের প্রশাসনিক ভবনে নিয়ে গিয়ে কথা বলে কেন্দ্রীয় এজেন্সি। প্রথমবার নিহত নির্যাতিতার মা-বাবাকে নিয়ে আরজি কর মেডিক্যালে পৌঁছল সিবিআই। RG Kar News
সেদিন তাঁরা আরজি করে আসার পর কোথায় কী হয়েছিল, তাঁদের কী বলা হয় তা সরেজমিনে খতিয়ে দেখতে এদিন নির্যাতিতার বাবা-মাকে হাসপাতালে আনা হয়। প্রথমে তাঁরা ফার্স্ট ফ্লোরে যান। সেখানে MSVP-র অফিস রয়েছে। সেখান থেকে সেকেন্ড ফ্লোর ও থার্ড ফ্লোরও তাঁরা ঘোরেন। ৭টা ২০ মিনিট নাগাদ কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিহত চিকিৎসকের মা-বাবাকে নিয়ে বেরিয়ে যায় সিবিআই। তদন্ত হাতে পাওয়ার পর এই প্রথমবার হাসপাতালে নির্যাতিতার বাবা-মাকে নিয়ে এল সিবিআই।
যদিও আজ ঘটনাস্থল, অর্থাৎ এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার রুমে যেখানে তরুণীর দেহ উদ্ধার হয়েছিল, যেখানে অনেকক্ষণ তাঁরা অপেক্ষা করেছিলেন, সেখানে তাঁদের নিয়ে যাওয়া হয়নি। আজ শুধুমাত্র প্রথম তাঁরা যে বিল্ডিংয়ে এসেছিলেন, যেখানে তাঁদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, সেখানেই তদন্তের স্বার্থে নিয়ে আসা হয়েছিল। এর আগে সকালে টিমটি অন্য একটি বিল্ডিংয়ে যায়। এর পাশাপাশি হাসপাতালের একাধিক বিল্ডিংয়ে ঘোরে। সেখানে তথ্য সংগ্রহ করেন।
এরপর সিবিআইয়ের টিম সরাসরি চলে যায় নির্যাতিতার বাড়িতে। সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাঁদের হাসপাতালে আনা হয়। এখানে তদন্তের কাজ সারার পর ৭টা ২০ মিনিট নাগাদ বিল্ডিংয়ের পিছনের গেট দিয়ে বের করে ফের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
রাতের পর রাত, ভোরের পর ভোর। তবু যেন অন্ধকার দূর করে আসছে না সেই সকাল। চলছে আন্দোলন। একে একে তিনদিন। কখনও রাতে খোলা আকাশের নিচে, কখনও ঝমঝমিয়ে বৃষ্টির মধ্য়ে, বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন অব্যাহত জুনিয়র ডাক্তারদের। সময়ের সঙ্গে বাড়ছে ঝাঁঝ, ধারালো হচ্ছে স্লোগান। লাইভ স্ট্রিমিং-য়ের দাবি ঘিরে তীব্র টানাপোড়েনের জেরে বৃহস্পতিবার ভেস্তে গিয়েছে নবান্নের বৈঠক। লাইভ স্ট্রিমিং ছাড়া প্রশাসনের সঙ্গে আর কোনও বৈঠক নয় বলে বার্তা দিয়েছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন ; 'সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য', জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ছক ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।