RG Kar News Live Update: RG Kar কাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের হুমকি তৃণমূল সাংসদের
RG Kar Case Investigation: আরজি করের ঘটনা নিয়ে রাখা বক্তব্যের জন্য ২ চিকিৎসককে তলব করেছে কলকাতা পুলিশ। তার প্রতিবাদে রাস্তায় নামার সিদ্ধান্ত ডাক্তারদের মঞ্চের
LIVE
Background
RG কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে (RG Kar Hospital Doctor Death Case) উত্তাল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। দেশ ছাড়িয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বিদেশেও। রবিবারও বিক্ষোভ হয়েছে কলকাতা শহর সহ গোটা রাজ্যে। সাধারণ মানুষ থেকে তারকারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকরা
রবিবাসরীয় বিকাল সাক্ষী থেকেছে এক বিরাট প্রতিবাদের। যেখানে একসঙ্গে, একজোট বেঁধে আর জি করের নির্যাতিতার হয়ে ন্যায়বিচার (RG Kar Protest) হয়ে গর্জে উঠেছিলেন কলকাতার তিন প্রধানের সমর্থকরা। সেই প্রতিবাদ থামাতে বিকেলে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিবাদ জানিয়ে কয়েকজনকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে নেওয়া সম্ভব হলেও, জনা ছয়েক সমর্থক আটক ছিলেন। সেই সমর্থকদের ছাড়াতে রাতেই লালবাজারে উপস্থিত হয়েছিলেন কল্যাণ চৌবে
আরজি কর কাণ্ডে CBI-এর নজরে ফোন রেকর্ড। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফোন রেকর্ড। সূত্রের খবর, সন্দীপ ঘোষের ফোন রেকর্ড খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও সূত্রের খবর, RG কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতেও চলবে জিজ্ঞাসাবাদ।
আর জি কর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারি দাবি সুখেন্দুশেখর রায়ের। তীব্র আপত্তি জানিয়ে পাল্টা পোস্ট কুণাল ঘোষের। তারপরেই তৃণমল সাংসদকে তলব করল কলকাতা পুলিশ। রবিবার বিকেলেই লালবাজারে হাজিরার নির্দেশ। আরজি কর কাণ্ডে সিপি-র গ্রেফতারি দাবি করেছিলেন সুখেন্দুশেখর রায়। লিখেছিলেন, 'সন্দীপ ঘোষ ও সিপি-কে গ্রেফতার করে জেরা করুক সিবিআই'। গতকাল গভীর রাতে সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন তৃণমূল সাংসদ।
স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা যাঁরা দিয়ে থাকেন, তাঁদের উপর হামলার প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করল চিকিৎসকের সংগঠন IMA. তাঁদের দাবি, এই ধরনের ঘটনা রোখার জন্য কেন্দ্রীয় আইন আনা হোক। এর সঙ্গেই হাসপাতাগুলিকে সেফ জ়োন বলে ঘোষণা করে প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করার দাবি করেছেন সম্প্রতি আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় হয়েছে দেশ। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে এই ঘটনায়। এর পরপরই ওই হাসপাতালেই রাতে ব্য়াপক ভাঙচুর-তাণ্ডবের ঘটনা ঘটেছে। তা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এই ২ ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের এই সংগঠনের তরফে এমন দাবি করা হয়েছে ।
RG Kar News Live Update: দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস
দিল্লির বঙ্গ ভবনে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।রাজভবন সূত্রে খবর, আরজিকর কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনা করার জন্য দিল্লির গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ।
RG Kar Doctor's Death Protest Live Update: RG Kar কাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটার পরদিনই ডাক্তার পেটালেন তৃণমূল নেতা
আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটার পরদিনই ডাক্তার পেটালেন তৃণমূল নেতা! মন্ত্রীর সঙ্গে মিছিলে হাঁটার পরদিনই হরিশ্চন্দ্রপুর হাসপাতালে হামলা শাসক নেতার। 'রোগীর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে নার্সকে গালিগালাজ', প্রতিবাদ করলে ডাক্তারকেও মারধরের অভিযোগ তৃণমূল নেতা অবিনাশ দাসের বিরুদ্ধে। নিরাপত্তাহীনতায় ভুগছেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
RG Kar News Live Update: আর জি কর-কাণ্ডে এবার লালবাজারে সিবিআই
আর জি কর-কাণ্ডে এবার লালবাজারে সিবিআই। তদন্ত শুরুর পরে প্রথমবার লালবাজারে সিবিআই। পুলিশের তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলবে সিবিআই: সূত্র ।
RG Kar Doctor's Death Protest Live Update: 'বেসরকারি হাসপাতালকে লাভবান করতেই কি চিকিৎসকদের কর্মবিরতি?'
সরকারি হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন, চক্রান্ত দেখছেন জয়প্রকাশ। আন্দোলনের নেপথ্যে বেসরকারি হাসপাতালের সঙ্গে আঁতাঁতের সন্দেহ। 'বেসরকারি হাসপাতালকে লাভবান করতেই কি চিকিৎসকদের কর্মবিরতি?', তাহলে কি এর মধ্যে কিছু ষড়যন্ত্র আছে? প্রশ্ন জয়প্রকাশ মজুমদারের।
RG Kar News Live Update: আর কর কাণ্ডের প্রতিবাদ, মদনের মনে সিপিএমের 'শেষ সময়'
আর কর কাণ্ডের প্রতিবাদ, মদনের মনে সিপিএমের 'শেষ সময়', 'এই আন্দোলন দেখে সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে পড়ছে', সরকার বদলের প্রয়োজন হলে ছাব্বিশের নির্বাচন আছে: মদন মিত্র ।