Kalyan Banerjee: 'নির্বাচন কমিশন বিজেপিরই আর একটা ঘর', তীব্র আক্রমণ কল্যাণের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভূতুড়ে ভোটার বিতর্কে আজও উত্তাল সংসদ । রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল-সহ বিরোধীদের । এপিক বিতর্কে রাজ্যসভায় আলোচনা চেয়ে প্রস্তাব বিজেডিরডেপুটি চেয়ারম্যান অনুমতি না দেওয়ায় ওয়াকআউট বিজেডি-তৃণমূলের ।
আজও উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপির
আজও উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপির । মন্দির ভাঙার অভিযোগে বিজেপির মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট । বিধানসভার গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ বিজেপিরবাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার দিল্লিতে । চাপ বাড়াতে আজ তৃণমূল-বিজেপি ২ পক্ষই যাবে নির্বাচন কমিশনে । এক ঘণ্টার ব্যবধানে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল-বিজেপি । মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দেখা করবে তৃণমূল-বিজেপি
ক্য়াম্পাসে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়লেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্য়াপক ওমপ্রকাশ মিশ্র। দফায় দফায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাল আন্দোলনরত পড়ুয়ারা।ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মাঝেই হাত জোড় করে ঢুকে যান ওমপ্রকাশ মিশ্র। পড়ুয়ারাও
বসে পড়েন তাঁর অফিসের বাইরে।

















