RG Kar News:আরজি কর মেডিক্যালে থ্রেট কালচার, অভিযুক্তদের তালিকায় আরও ৯ নাম যোগ
West Bengal News: আর জি কর মেডিক্য়ালে থ্রেট কালচার নিয়ে আগেই ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল রেসিডেন্ট ডক্টর্স অ্য়াসোসিয়েশন।
ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি কর (RG Kar News) মেডিক্য়ালে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত অভিযুক্তদের তালিকায় আরও ৯ জনের নাম যুক্ত হল। পাশাপাশি তদন্ত কমিটি সমস্ত অভিযোগ ও বিভিন্ন নথি খতিয়ে দেখে তালিকা থেকে বাদ দিয়েছে ১৪ জনের নাম।
অভিযুক্তদের তালিকায় আরও নাম যোগ: আর জি কর মেডিক্য়ালে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত অভিযুক্তদের তালিকায় আরও ৯ জনের নাম যুক্ত করল রেসিডেন্ট ডক্টর্স অ্য়াসোসিয়েশন। বাদ দেওয়া হল ১ জনের নাম। ফলে অভিযুক্তদের মোট সংখ্য়া বেড়ে দাঁড়াল ৫৯ জন। অন্য়দিকে, তদন্ত কমিটি সমস্ত অভিযোগ ও বিভিন্ন নথি খতিয়ে দেখে তালিকা থেকে বাদ দিয়েছে ১৪ জনের নাম। ফলে বর্তমানে এখন অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে ৪৫ জনের। এমনই খবর হাসপাতাল সূত্রে। আর জি কর মেডিক্য়ালে থ্রেট কালচার নিয়ে আগেই ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল রেসিডেন্ট ডক্টর্স অ্য়াসোসিয়েশন। সেই অভিযোগ খতিয়ে দেখতে তৈরি হওয়া তদন্ত কমিটি, শনিবারই ১০ জনের বয়ান রেকর্ড করে। তদন্ত কমিটি সূত্রে খবর, ৪৫ জনের মধ্য়ে মঙ্গলবার ১২ জনকে, বুধবার ১০ জনকে, বাকি ১৩ জনকে বৃহস্পতিবার ডেকে বয়ান রেকর্ড করা হবে। এই প্রক্রিয়ায় অভিযুক্তদের পাশাপাশি সামনে আসতে ইচছুক অভিযোগকারী এবং সাক্ষীদেরও বয়ান রেকর্ড করা হচ্ছে। তদন্ত কমিটি সূত্রে দাবি, আগামী শুক্রবারের মধ্য়েই গোটা প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছেন তাঁরা।
থ্রেট কালচারের অভিযোগে বহিষ্কার: SSKM, আর জি কর থেকে বর্ধমান, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ---দিকে দিকে থ্রেট কালচার নিয়ে অভিযোগ তুলে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই থ্রেট কালচারে অভিযুক্তদের তৃণমূল বা TMCP যোগ সামনে এসেছে। প্রশ্ন উঠছে, শাসকদলের লোকেরাই যখন অভিযুক্ত, তখন কী করে এই হুমকি-সংসকৃতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা যাবে? এই প্রেক্ষাপটে থ্রেট কালচারের অভিযোগ পেয়ে গত শুক্রবার ৪০ জন পড়ুয়াকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হাসপাতাল কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: সংবাদমাধ্যমকে দেখে দৌড়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন অভীক দে