Junior Doctors Hunger Strike: অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনরত চিকিৎসক ! নিয়ে যাওয়া হল ইমার্জেন্সিতে
North Bengal Medical: তাঁর শারীরিক অবস্থা আজ সকাল থেকেই খারাপের দিকে যায়। ব্লাড প্রেসার কমতে থাকে। নানা রকম উপসর্গ দেখা দেয়।
বাচ্চু দাস, শিলিগুড়ি : গতকালই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ধর্মতলায় অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তার। একটানা অনশনের জেরে সোমবার অনশন মঞ্চে জ্ঞান হারিয়ে ফেলেন কলকাতা মেডিক্য়াল কলেজের ইএনটি বিভাগের সিনিয়র রেসি়ডেন্ট তনয়া পাঁজা। সন্ধ্যার পর তাঁকে কলকাতা মেডিক্য়াল কলেজেই ভর্তি করা হয়। এবার অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনরত চিকিৎসক। এবার অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সৌভিক বন্দ্যোপাধ্যায়। ৭ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনে সৌভিক। তাঁকে ভর্তি করা হয় উত্তরবঙ্গে মেডিক্যালের ইমার্জেন্সিতেই।
তাঁর শারীরিক অবস্থা আজ সকাল থেকেই খারাপের দিকে যায়। ব্লাড প্রেসার কমতে থাকে। নানা রকম উপসর্গ দেখা দেয়। সিনিয়র চিকিৎসকরা আজ তাঁকে অনুরোধ করেন, তাঁকে আইসিইউতে ভর্তি করার জন্য। কিন্তু, সৌভিক তাতে রাজি হননি। কিন্তু, তাঁর পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এরপর তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালসেরই আইসিসিইউতে ভর্তি করেন।
১০ দফা দাবিতে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের ২ জুনিয়র চিকিৎসকও অনশন শুরু করেছিলেন। তাঁদের মধ্য়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক আলোক ভার্মা। এবার অসুস্থ হয়ে পড়লেন সৌভিকও। এই আবহেই অনশনে যোগ দিয়েছেন ওই হাসপাতালেরই ENT বিভাগের দ্বিতীয় বর্ষের পিজিটি সন্দীপ মণ্ডল।
অনিকেত মাহাতো, অনুষটুপ মুখোপাধ্য়ায়, পুলস্ত্য় আচার্য্য়, আলোক ভার্মার পর তনয়া পাঁজা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একের পর এক অনশনকারী জুনিয়র ডাক্তার।
ধর্মতলার অনশন মঞ্চে ৯ দিন ধরে অনশন করেন কলকাতা মেডিক্য়াল কলেজের ইএনটি বিভাগের সিনিয়র রেসি়ডেন্ট তনয়া পাঁজা। অনশন মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলায় সোমবার সন্ধের পর তাঁকে কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয়।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয় জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্যকে। NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য। রবিবার রাতে রক্তে শর্করার মাত্রা কমে যায় তাঁর। পাশাপাশি পেটে ব্য়াথা, বমিভাব, ইউরিন সংক্রান্ত একাধিক সমস্য়ার জন্য় তাঁকে ভর্তি করা হয় NRS মেডিক্যালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে সঙ্কট কাটেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।