RG Kar News Update: 'শুধুই সময় নষ্ট, নিষ্ফলা বৈঠক' স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা
RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের তরফে আজকের বৈঠক প্রসঙ্গে বলা হয়েছে, সরকারের এতটা অনমনীয়তা আশা করিনি। শুধুই সময় নষ্ট। নিষ্ফলা বৈঠক।
RG Kar News Update: মধ্যরাতে স্বাস্থ্য ভবনে শেষ হল জুনিয়র ডাক্তার এবং সরকারের বৈঠক। আর সেখানে থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সদস্যরা। সাফ জানালেন তিন ঘণ্টা ধরে নিষ্ফলা বৈঠক হয়েছে। পুরোটাই সময় নষ্ট। জুনিয়র ডাক্তারদের তরফে আজকের বৈঠক প্রসঙ্গে বলা হয়েছে, সরকারের এতটা অনমনীয়তা আশা করিনি। শুধুই সময় নষ্ট। নিষ্ফলা বৈঠক। কোনও সদর্থক পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, তাই আমরা আন্দোলনে। একটাও সদর্থক উত্তর পাব না ভাবিনি। এতদিন সরকার বসেছিল কতদিনে আমরা অনশনে বসব? শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। নতুন কিছু বলা হয়নি। আমরা বলেছি সময় লাগে সবাই জানে, কিন্তু নির্দিষ্ট কিছু জানান। ওরা বলছেন এখনই নির্দিষ্ট কিছু বলা সম্ভব নয়। বৈঠকে বলা হল পুজো কাটিয়ে নেওয়া হোক। ফের আমরণ অনশন তুলে নিতে বলা হয়েছে। আমরা বলেছি আপনারা অনশন মঞ্চে এসে অনুরোধ করুন।
এদিনের বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা বলেছেন, সদিচ্ছার অভাব রাজ্য সরকারের, আজ ফের বোঝা গেল। আমরা বলেছি সময় লাগে সবাই জানে, কিন্তু নির্দিষ্ট কিছু জানান। বলা হয়েছে, স্বাস্থ্য সচিব নিয়ে এই বৈঠকে আলোচনার কিছু নেই। কবে দাবি পূরণ, তা নিয়ে নির্দিষ্ট সময়ের কথা বলেছি। কিন্তু ওরা বলেছেন, এখনই কিছু নির্দিষ্ট বলা সম্ভব নয়। বৈঠকে বলা হয়েছে পুজোটা কাটিয়ে নেওয়া হোক। আমরা বলেছি, আপনারা অনশন মঞ্চে এসে অনুরোধ করুন। ৩ ঘণ্টা ধরে কিছুই হয়নি, বৈঠকের পরে দাবি জুনিয়র ডাক্তারদের। সরকারের বিরুদ্ধে এখনও অনমনীয় অবস্থানের অভিযোগ জুনিয়র ডাক্তারদের। এদিনের বৈঠকে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে নিয়েও মুখ্য সচিবের কাছে সরকারের মনোভাব জানতে চাওয়া হয়। সেখানেও সরকারের তরফে বলা হয়েছে এই বৈঠকে এ নিয়ে কিছু বলা যাবে না।
ধর্মতলায় অনশন মঞ্চে আমরণ অনশনে রয়েছেন সাতজন জুনিয়র ডাক্তার। চারদিন পার হয়েছে অনশনের। এরপর বুধবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের ইমেল করেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকের জন্য স্বাস্থ্যভবনে আহ্বান জানানো হয় জুনিয়র ডাক্তারদের। ৮ থেকে ১০ জনের প্রতিনিধি দলকে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। এরপরই জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় তাঁরা স্বাস্থ্যভবনে বৈঠকে যাবেন। কিন্তু কোনও রকম রপফা করতে তাঁরা যাচ্ছেন না। বরং ১০ দফা দাবি নিয়ে আলোচনা করতেই যাচ্ছেন। ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের বৈঠক সেরে বেরিয়ে ধর্মতলার অনশন মঞ্চে ফিরে এসেছেন ২৯ জন জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দল। সেখানে বাকিদের সঙ্গে আলোচনা-বৈঠক করবেন তাঁরা এমনটাই শোনা যাচ্ছে।
আরও পড়ুন- স্লোগান দিয়ে ত্রিধারার সামনে আটক ৯, নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে