RG Kar News: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অবস্থানে মৃত চিকিৎসকের বাবা-মা
RG Kar Protest Rally: আর জি কর কাণ্ডের সব খবরের লাইভ আপডেটস...
LIVE
Background
স্বাস্থ্য ভবনের সামনে রাস্তার ওপর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অবস্থানে মৃত চিকিৎসকের বাবা-মা।
আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের সুবিচার সহ একাধিক দাবিতে এখনও স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সঙ্গে রয়েছেন ঊষসী চক্রবর্তীর মতো অভিনেত্রীরা।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই PGT-কে তলব করল সিবিআই।
আলোচনার বার্তা দিয়ে নবান্নের তরফে মেল আসার পরে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসে নিজেদের মধ্যে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। তারপর নবান্নে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয় তাঁদের তরফে।
আলোচনার বার্তা, নবান্ন থেকে মেল জুনিয়র চিকিৎসকদের।
পুলিশ ঢুকতে বাধা দেওয়ায় স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বসেছেন জুনিয়র চিকিৎসকরা।
আলিপুর আদালতের এজলাস থেকে বের করার সময় সন্দীপ ঘোষকে লক্ষ্য করে চটি ছুঁড়লেন একজন মহিলা আইনজীবী।
সন্দীপ ঘোষ সহ ৪ ধৃতকে হেফাজতে চাইল না CBI। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিশেষ আদালতের বিচারক।
করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আন্দোলনকারীদের। মিছিলের জন্য করুণাময়ীতে জমায়েত আন্দোলনকারী চিকিৎসকদের। মিছিলে যোগ দিচ্ছেন সাধারণ নাগরিকও
সিবিআই-এর জোড়া আবেদন খারিজ বিশেষ আদালতে। প্রথমে মৌখিক, পরে লিখিত আবেদন খারিজ। সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে ভার্চুয়াল শুনানিতে পেশ করাতে চেয়েছিল সিবিআই। আবেদন খারিজ, আজই আদালতে সশরীরে পেশ করতে হবে সন্দীপ ঘোষদের। 'পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে, গোটা বিষয়টি একজন ডিসিপি পদমর্যাদার অফিসার তদারকি করবেন', জানাল সিবিআইয়ের বিশেষ আদালত।
মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিন। কর্মবিরতি শেষ করতে এবার জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেলের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। পাল্টা রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
৯ অগাস্ট থেকে নয় সেপ্টেম্বর। এক মাস পরও আর জি কর-কাণ্ডে বিচার অধরা। রাত নটায় ন-মিনিটের মৌন প্রতিবাদে গর্জে উঠল তিলোত্তমা। কোথাও জ্বলল মশাল, গড়ে উঠল মানব বন্ধন।
RG Kar News: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অবস্থানে মৃত চিকিৎসকের বাবা-মা
স্বাস্থ্য ভবনের সামনে রাস্তার ওপর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অবস্থানে মৃত চিকিৎসকের বাবা-মা।
RG Kar News Updates: স্বাস্থ্য ভবনের সামনে এখনও অবস্থানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা
আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের সুবিচার সহ একাধিক দাবিতে এখনও স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সঙ্গে রয়েছেন ঊষসী চক্রবর্তীর মতো অভিনেত্রীরা।
RG Kar News: চেস্ট মেডিসিনের দুই PGT-কে তলব সিবিআইয়ের
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই PGT-কে তলব করল সিবিআই।
RG Kar News Updates: নবান্নের মেলের পরে বৈঠক করে সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা
আলোচনার বার্তা দিয়ে নবান্নের তরফে মেল আসার পরে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসে নিজেদের মধ্যে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। তারপর নবান্নে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয় তাঁদের তরফে।
RG Kar News: নবান্নের মেলের পরে বৈঠক করছেন জুনিয়র চিকিৎসকরা
আলোচনার বার্তা দিয়ে নবান্নের তরফে মেল আসার পরে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসে নিজেদের মধ্যে বৈঠক করছেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে সাড়ে সাতটা পর্যন্ত নবান্নে অপেক্ষার পরে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।