RG Kar Protest : CBI কে ও কি কেউ চুপ করিয়ে রাখছে নাকি ? কত বড় খেলা? সঞ্জয়ের দাবি শুনে প্রশ্ন কিঞ্জল, আসফাকুল্লার
অভিযুক্ত সঞ্জয় চিৎকার করে বলল, তাকে নাকি ফাঁসাচ্ছে সরকারই। সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছে আর জি কর মেডিক্যালে খুন ও ধর্ষণে অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়। প্রিজন
আবীর দত্ত, উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : সঞ্জয় রায়। আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনার পরই কলকাতা পুলিশের হাতে ধরা পড়েছিল এই সে-ই। তারপর তদন্তে আসে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারাও ধর্ষণ ও খুনে সঞ্জয় ছাড়া আর কাউকে অভিযুক্ত করেনি এখনও পর্যন্ত। তার বিরুদ্ধেই চার্জ গঠন হয়েছে। বিচারপ্রক্রিয়াও শুরু হয়ে যাবে। এরই মধ্যে চিকিৎসকমহল থেকে দাবি উঠেছে, এই ঘটনা একজনের দ্বারা ঘটানো সম্ভব নয়। নির্যাতিতার বাবা-মাও এই আশঙ্কার কথা প্রকাশ করেছেন আগেই। এবার ঘটনার তিন মাস পর মূল অভিযুক্ত চিৎকার করে বলল, তাকে নাকি ফাঁসাচ্ছে সরকারই।
সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছে আর জি কর মেডিক্যালে খুন ও ধর্ষণে অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়। প্রিজন ভ্যান থেকে চিৎকার করে আঙুল তুলেছে ডিপার্টমেন্টের দিকেও। সোমবার শিয়ালদা আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়। আগামী সোমবার থেকে শুরু হবে বিচার পর্ব। সূত্রের খবর, ছুটির দিন বাদে রোজ হবে সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়ার শুনানি।
সঞ্জয় রায়ের এই দাবি শোনার পর জুনিয়র ডাক্তারদের একাংশও মনে করছেন, কে বা কারা সঞ্জয়ের মুখ বন্ধ করে রেখেছিল, তা সামনে আসা দরকার। সঞ্জয় রায়ের মুখ নাকি বন্ধ রাখতে বলেছিল ডিপার্টমেন্ট। কিন্তু সিবিআই ? প্রশ্ন তুলেছেন , আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়া। কিঞ্জল নন্দও প্রশ্ন তুলেছেন একই স্বরে।
চিকিৎসক আসফাকুল্লার প্রশ্ন, ' Department এর কথায় চুপ ছিল মানে ? কোন Department ? কে বা কারা কেন চুপ করিয়ে রেখেছিল ? কাকে কাকে চুপ করিয়ে রেখেছিল ? CBI কে ও কি কেউ চুপ করিয়ে রাখছে নাকি ? কত পাওয়ারফুল ব্যক্তি জড়িত ? কত বড় খেলা ? সরকার ফাঁসাচ্ছে মানে ?'
অন্যদিকে কিঞ্জলের প্রশ্ন, ' আজকে যখন সঞ্জয় রায়কে পেশ করা হল, তিনি বললেন যে তাকে ফাঁসানো হয়েছে। তাহলে তাকে কে ফাঁসিয়েছে? কেন ফাঁসানো হচ্ছে? এই পুরো ঘটনার মোটিফ কী? সেটা দ্রুত সিবিআই-এর সামনে আনা উচিত। '
আরও পড়ুন, 'নির্লজ্জ..',বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনায় সরব শুভেন্দু
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।