RG Kar Case: আর জি করকাণ্ডের বছর ঘোরার মুখে হঠাৎ থানায় তলব, প্রতিহিংসার অভিযোগে সরব চিকিৎসকরা
RG Kar Doctor Death: মঙ্গলবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অভিযোগ করা হয়, বেশ কয়েকদিন ধরে রাতে বাড়িতে পুলিশ যাচ্ছে।

কলকাতা: আর ৩ দিন পর আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের ঘটনার একবছর পূর্ণ হবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের অভিযোগ কারণে-অকারণে বেশ কয়েকদিন ধরে তাঁদের কয়েকজনকে তলব করে নোটিস পাঠাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে আন্দোলনকারী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলি। যদিও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দাবি, কেউ আইনের ঊর্ধ্বে নন।
৩ দিন পরই ক্য়ালেন্ডারে ৯ অগাস্ট। সেই অভিশপ্ত দিন। যেদিন আর জি কর মেডিক্য়াল থেকে উদ্ধার হয়েছিল অভয়ার ক্ষতবিক্ষত মৃতদেহ। সামনে এসেছিল সরকারি হাসপাতালে কর্তব্য়রত তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের বীভৎস ঘটনা। একবছর পেরোতে চললেও, বহু প্রশ্নের উত্তর এখনও অধরা বলে দাবি অভয়ার মা-বাবা থেকে আন্দোলনকারীদের। এই প্রেক্ষিতে বিচারের দাবিতে সেই ৯ অগাস্ট অর্থাৎ শনিবার ফের পথে নামার ডাক দিয়েছে আন্দোলনকারী চিকিৎসক সংগঠন। এর মধ্য়েই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের অভিযোগ, কারণে-অকারণে তলব করে নোটিস পাঠাচ্ছে পুলিশ।
মঙ্গলবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অভিযোগ করা হয়, বেশ কয়েকদিন ধরে রাতে বাড়িতে পুলিশ যাচ্ছে। এক বছর আগের মামলায় দেওয়া হচ্ছে নোটিস। জামিন অযোগ্য ধারাতেও মামলা দেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য দেবাশিস হালদার বলেন, "কিঞ্জলের বাড়িতেও দিয়েছে। জামিন অযোগ্য ধারাও আছে পুলিশকে আঘাত, মহিলা পুলিশের সঙ্গে অভব্যতা,বেআইনি জমায়েতের কেস দিচ্ছে। আমাদের কর্মসূচি বানচাল করতে ও ভয়ের বাতাবারণ তৈরী করতে, কর্মসূচি আটকাতে এটা করা হচ্ছে। ভ্য়ান চালক, রিকশ চালক যারা লেপ তোষক দেয়, তাঁদের ও কেস দিয়েছে। আমাদের মামলা করে দমন করা যাবে না। পুলিশ তথ্য প্রমাণ লোপাট, খুনের কেসের তদন্ত করতে পারছে না। এক বছর আগের কেস নিয়ে মামলা করছে।''
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে পাল্টা দাবি, কেউ আইনের ঊর্ধ্বে নন। পুলিশের নোটিসে তাঁরা হাজিরা দেবেন কিনা, তা নিয়ে আইনি পরামর্শ নেবেন বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সভাপতি কৌশিক চাকীকে ১৯ অগাস্ট ২টি নোটিস পাঠানো হয়েছে বলে অভিযোগ। কৌশিক চাকী জানিয়েছে, "গতবছর মেডিক্য়াল কলেজ থেকে ধর্মতলা অবধি মিছিল সংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি সেই মিছিলের আগের দিন অনশনকারী জুনিয়র ডাক্তারদের বেশকিছু সামগ্রী পুলিশ আটক করেছিল, তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভের ঘটনার উল্লেখ করা হয়েছে। থানায় তলব।'' অভয়ামঞ্চের সদস্য তমোনাশ চৌধুরী বলেন, "ভয় দেখাতে করছে। বেশ কিছু চিকিৎসককে ডাকা হয়েছিল। এবারও মিছিল করে যাবে প্রয়োজনে।''






















