RG Kar News: জুনিয়র ডাক্তারদের ডাকে ফের সাড়া, আজ সন্ধেয় নবান্নে ডাকলেন মুখ্যসচিব
RG Kar Protest: হাসপাতালে সুরক্ষা-সহ আরও কিছু দাবি নিয়ে মুখ্যসচিবকে ইমেল করেছিলেন ডাক্তাররা। তারই উত্তর দিয়েছেন মুখ্যসচিব।
কলকাতা: আজ সন্ধে সাড়ে ৬টায় জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে বসতে চেয়ে সকালে মুখ্যসচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। তারপরেই সেই ইমেলের উত্তর দিয়েছেন মুখ্যসচিব।
বৈঠকের সময় জানিয়ে জুনিয়র ডাক্তারদের জবাবি ইমেল পাঠিয়েছেন মুখ্যসচিবের। সেখানে বলা হয়েছে, 'হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আপনারা দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির কথা জানেন। এই পরিস্থিতিতে মানুষের স্বার্থে কাজে যোগ দিন। আজ সন্ধে ৬.৩০টায় নবান্ন সভাঘরে ৩০ জন প্রতিনিধিকে নিয়ে আসুন।' 'চতুর্থ ও পঞ্চম দাবি এখনও পূরণ হয়নি। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে', মেডিক্যাল কলেজগুলি থ্রেট কালচার বন্ধ করতে হবে, দাবি আন্দোলনকারীদের।
ধর্নার ৯ দিন আর ৪০ দিন ধরে আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। 'সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে', এই দাবি করে স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। ছাত্র সংসদ গঠন ও হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ চান আন্দোলনকারীরা। অবিলম্বে টাস্ক ফোর্স গঠনের নোটিস জারি করতে হবে, দাবি আন্দোলনকারীদের।
'৩০ জন প্রতিনিধিকে নিয়ে আসুন, কাজে ফিরুন, বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে কাজে ফিরুন', জুনিয়র ডাক্তারদের প্রস্তাবে সাড়া দিয়ে মুখ্যসচিবের ইমেল। কালীঘাটের বৈঠকেও ২ দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগে ডাক্তারদের। 'এখনও পূরণ হয়নি চতুর্থ ও পঞ্চম দাবি', স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সকাল ১১.১৯: ফের বৈঠক চেয়ে মুখ্যসচিবকে জুনিয়র ডাক্তারদের ইমেল। তারপরেই দুপুর ২.৫০: সন্ধে সাড়ে ৬টায় বৈঠকের কথা বলে পাল্টা ইমেল মুখ্যসচিবের
এবার জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়েছে সরকার, এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত। প্রথম দিন থেকে, আমি নিরাপত্তা নিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি। হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে, সুপ্রিম কোর্টে জানিয়েছে সরকার। আশা করা যায়, ১৪ দিনের মধ্যে সব জায়গায় সিসিটিভি বসানো হয়ে যাবে। ডাক্তারদের দাবিকে সম্মান জানিয়ে সিপি ও স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের সরানোও হয়েছে। সিবিআই-কে নিশ্চিত করতে হবে, কোনও অপরাধী যেন ছাড়া না পায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে। যদিও রেকর্ড বলছে, গত ১০ বছরে সিবিআই কোনও তদন্তই শেষ করতে পারেনি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
PM Modi Gifts: মোদিকে দেওয়া বিশ্বনেতাদের উপহার, এবার কিনতে পারবেন আপনি, কত টাকা লাগবে জানেন ?