RG Kar Victim's Family: “ক্ষমতায় থাকার যোগ্যতা নেই মুখ্যমন্ত্রীর, ওঁর জন্যই বিচার পাচ্ছি না”, বলছেন RG করের নির্যাতিতার বাবা
RG Kar Case: নির্যাতিতার পরিবার সাফ জানাচ্ছেন, কারও চক্রান্তে পা দিচ্ছেন না তাঁরা।

কলকাতা: মেয়ের জন্য ন্যায় বিচার চেয়ে এখনও লড়ে যাচ্ছেন। সেই নিয়ে পাল্টা জবাব, আক্রমণও উড়ে আসছে। কিন্তু এখনও নিজেদের দাবিতে অনড় আর জি করের নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাচ্ছেন তাঁরা। রাজ্য সরকারের মন্ত্রী থেকে শাসকদল তৃণমূলের নেতারা আক্রমণ করলেও, নির্যাতিতার পরিবার সাফ জানাচ্ছেন, কারও চক্রান্তে পা দিচ্ছেন না তাঁরা। আদালতের রায়ের কপি পড়েই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন। (RG Kar Victim's Family)
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলায় গতকালই নির্যাতিতার পরিবারকে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। নির্যাতিতার মা-বাবা তৃণমূলবিরোধী, বাম-অতিবাম এবং চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে পড়েছেন বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, মেয়ের মৃত্যুতে বুকফাটা আর্তনাদের পরিবর্তে নিহত চিকিৎসকের মা-বাবা চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে গিয়েছেন বলেও মন্তব্য করেন কুণাল। (RG Kar Case)
কিন্তু কুণালের সমালোচনা কানে তুলতে নারাজ নির্যাতিতার বাবা। বরং গতকাল প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বলেন, "আজ আমাদের মুখ্যমন্ত্রী যিনি, তিনিই পুলিশমন্ত্রী। তিনি যদি রায়ের কপিটা পড়েন, তাহলে ওই আসনে বসে থাকেন কী করে? কেন তিনি পদত্যাগ করবেন না? আমি প্রশ্ন করলেই বলা হচ্ছে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছি। কিন্তু রায়ের কপিটা যদি আপনারা বিশ্লেষণ করেন, দেখবেন, আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই।"
মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে নির্যাতিতার বাবা আরও বলেন, "আমার মেয়ে রাজ্য সরকারের কর্মী, ছাত্রী। সে যে খুন হয়েছে, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ রূপে দায়ী। তাঁকেই দায় নিতে হবে। দায় নিয়ে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে মনে করি। আজ যে বিচার পাচ্ছি না, তার জন্য উনি দায়ী। ১০০ বার বলব উনি দায়ী। আদালত বার বার আঙুল তুলে দেখিয়ে দিয়েছে, পুলিশ, কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দফতরের গাফিলতি। রায়ের কপিতে লেখা রয়েছে।"
তবে বারং বার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলায় নির্যাতিতার মা-বাবার সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, নির্যাতিতার পরিবারের প্রতি সম্পূর্ণ ভাবে সহানুভূতিশীল তাঁরা। কিন্তু পরিবারের লোকজন এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন। নির্যাতিতার পরিবার রাজনীতি করছেন বলেও দাবি করেছেন ফিরহাদ। মুখ্যমন্ত্রী কারও দয়ায় ক্ষমতায় আসীন হননি, বাংলার মানুষ চেয়েছেন বলেই পদে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
