Coochbehar News:নিকাশি নালা সংস্কার নিয়ে চরমে কোচবিহার পুরসভা এবং মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টটরেটের বিরোধ
Rift Increases: নিকাশি নালা সংস্কার নিয়ে চরমে উঠল কোচবিহার পুরসভা এবং মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টটরেটের (এমইডি) বিরোধ। সংস্কারের কাজ না হলে এমইডি-র কোচবিহারের দফতরে ধরনায় বসার হুমকি দিয়েছেন কাউন্সিলররা।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নিকাশি নালা (Sewage Canal) সংস্কার নিয়ে চরমে উঠল কোচবিহার পুরসভা (Coochbehar Municipality) এবং মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টটরেটের (এমইডি) (MED) বিরোধ। সংস্কারের কাজ না হলে এমইডি-র কোচবিহারের দফতরে ধরনায় বসার হুমকি দিয়েছেন কাউন্সিলররা। এমইডি-র কাজকর্ম নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
কী ঘটেছিল?
ঘটনা সূত্রপাত একটি সরকারি নির্দেশ ঘিরে। নির্দেশে বলা হয়েছিল, শহরের বিভিন্ন নিকাশি নালা সংস্কারের দায়িত্ব পুরসভার বদলে এমইডি-কে দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে কোচবিহার শহরের চারটি নিকাশি নালা সংস্কারের এই ওয়ার্ক অর্ডার বেরোয়। কিন্তু এখনও পর্যন্ত নালা সংস্কার না হওয়ায় বর্ষার আগে সমস্যা বাড়ছে।। ক্ষোভ তৈরি হয়েছে শহরের সাধারণ মানুষের মধ্যে। যদিও এ নিয়ে এমইডির দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, তাঁরা সরকারি নির্দেশ মতোই কাজ করছেন। বর্ষার আগেই নালা সংস্কারের কাজ হবে।। কিন্তু রাজ্য সরকারের দুই বিভাগের এই টানা পড়েন নিয়ে কটাক্ষ করেছে কোচবিহার পুরসভার দল সিপিএম। পঞ্চায়েত ভোটের কখনও বিরোধ, কখনও সংঘর্ষ কখনও আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে উপর হামলার খবরে প্রায়শই খবরে আসে কোচবিহার।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলার জেরে শিরোনামে...
কোচবিহারের দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপি-র মধ্যে সংঘর্ষ বাধে। ভাঙচুর চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে। নিশীথ প্রামাণিকের অভিযোগ, তাঁর গাড়িতে গুলি ছোড়া হয়েছিল। পাল্টা বিজেপি-র বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলেন উদয়ন গুহ। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনার আঁচ এসে পড়ে শহর কলকাতায়। দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তাপ ছড়িয়েছে। সেই পরিস্থিতিতে, রাজভবন থেকে কড়া বিবৃতি প্রকাশ করেন রাজ্যপাল বোস। লিখিত বিবৃতিতে তিনি বলেন, 'আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নীরব থাকবেন না। ভয়, পক্ষপাত ছাড়া পুলিশকে দায়িত্ব পালন করতে হবে'। বিবৃতিতে রাজ্যপাল আরও লেখেন, 'সভ্যতা-সংস্কৃতির পীঠস্থানে এই ঘটনা বিস্ময়কর। প্রতিবাদ গণতন্ত্রের অংশ। কিন্তু সভ্য সমাজে হিংসার স্থান নেই। নির্মম ভাবে হিংসাকে উপড়ে ফেলতে হবে। সমাজবিরোধী আইন হাতে নেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় শিথিলতা বরদাস্ত নয়। বজ্রমুষ্ঠিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক'। নিশীথের কনভয়ে হামলার অভিযোগে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠান রাজ্যপাল বোস।
আরও পড়ুন:শহরে উদ্ধার ৫ কোটি টাকার মাদক, বাজেয়াপ্ত নগদ, গ্রেফতার ২