Howrah News: ডোমজুড়ে পথ দুর্ঘটনা, ম্যাটাডোর দুমড়ে-মুচড়ে মৃত্যু ২ খালাসির
Road Accident In Domjur: পথ দুর্ঘটনায় মৃত্যু ম্যাটাডোরের দুই খালাসির। সোমবার ভোরে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। জখম ম্যাটাডরের চালক।
সুনীত হালদার, হাওড়া: পথ দুর্ঘটনায় (road accident) মৃত্যু (dead) ম্যাটাডোরের (matador) দুই খালাসির (helper)। সোমবার ভোরে ডোমজুড়ের (domjur) পাকুরিয়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। ঘটনায় জখম ম্যাটাডরের চালক।
কী হয়েছিল?
পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে মালবোঝাই একটি ম্যাটাডোর ডানকুনির দিকে আসতে গিয়ে হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্য়ে চলন্ত লরির পিছনে ধাক্কা মারে সেটি। অভিঘাতে ম্যাটাডরের সামনের অংশ দুমড়ে যায়। আটকে পড়েন ম্যাটাডরের ড্রাইভার এবং দুই খালাসী। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, দ্রুত পৌঁছয় পুলিশও। পরে গ্যাস কাটারের সাহায্যে দুই খালাসির দেহ বের করা হয়। চালক গুরুতর জখম। তাঁকে উদ্ধার করে ডোমজুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যে লরিতে ধাক্কা লেগেছিল, তার চালক গাড়ি নিয়ে ফেরার। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ম্যাটাডর-চালকের ভুলেই এই দুর্ঘটনা। আজ ভোরে কিছু ক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ধাক্কা খায়। পরে ক্রেনের সাহায্য়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরানো হলে স্বাভাবিক হয় যান-চলাচল পরিষেবা।
গত মাসেও দুর্ঘটনা
জুলাই মাসে ডোমজুড়ের শলপ ব্রিজে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক দম্পতির। পুলিশ জানায়,ডোমজুড়ের পাকুড়িয়া ঘোষ পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ সিং এবং তনুশ্রী সিং বাইকে চেপে মধ্য হাওড়ার ইছাপুরে দিদির বাড়ি থেকে ফিরছিলেন। আগের রাতে দিদির বাড়িতে পুজো উপলক্ষে গিয়েছিলেন তাঁরা। পুলিশের ধারণা, বাড়ি ফেরার পথে বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিলেন প্রসেনজিৎ। শলপ ব্রিজ থেকে নামার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে। স্বামী-স্ত্রী দুজনেই ব্রিজ থেকে কমপক্ষে ৩০ ফুট নিচে সার্ভিস রোডে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে থাকতে দেখা যায়। ডোমজুড় থানার নাইট পেট্রোলিং ভ্যান তাঁদের উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাইকটিও দুমড়ে মুচড়ে গিয়েছিল। পরে পুলিশ পকেটের লাইসেন্স দেখে তাঁদের শনাক্ত করে। প্রসঙ্গত, রাজ্যে গত কয়েক বছর ধরে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। মাইকিং, অনুষ্ঠান, পোস্টার, ব্যানার করে নাগরিকদের সচেতন করছে পুলিশ প্রশাসন। কিন্তু যাঁরা চালকের আসনে থাকছেন, তাঁরা সত্যি কতটা সতর্ক? একের পর এক সড়ক দুর্ঘটনায় সন্দেহ তৈরি হচ্ছেই।
আরও পড়ুন:কালো মেঘে ঢাকছে আকাশ! সপ্তাহের শুরুতে ফের বৃষ্টির চোখ রাঙানি বঙ্গে?