Weather Today: কালো মেঘে ঢাকছে আকাশ! সপ্তাহের শুরুতে ফের বৃষ্টির চোখ রাঙানি বঙ্গে?
Weather Update: রীতিমতো কালো মেঘ করেই ঝেঁপে নামল বৃষ্টি। গত এক সপ্তাহ ধরেই বর্ষার দাপট দেখছে রাজ্যে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: সকালে কলকাতায় (Kolkata) রোদ ঝলমলে আকাশ। তবে বেলা গড়াতেই রোদের আড়ালে মেঘের উঁকিঝুঁকি। রীতিমতো কালো মেঘ করেই ঝেঁপে নামল বৃষ্টি (Rain)। গত এক সপ্তাহ ধরেই বর্ষার দাপট দেখছে রাজ্যে। কখনও প্রচন্ড রোদ, কখনও আবার ঝেঁপে বৃষ্টি। সঙ্গে রয়েছে আর্দ্রতার বাড়বাড়ন্ত। ফলে অস্বস্তিও বজায় রয়েছে অগাস্টের শেষ সপ্তাহে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
আগামী চার পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্প্ আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে । বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে উত্তরবঙ্গের জেলা গুলিতে।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের আগে মালদায় বিজেপি ও কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিজেপির অন্তত ৫০ জন
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টি হবে জেলায় জেলায়। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত হিমালয়ে অবস্থান করছে সেই অক্ষরেখাঁ। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বিহার এবং দক্ষিণ বঙ্গোপসাগরে। উত্তর দক্ষিণ অক্ষরেখা অন্ধ্রপ্রদেশ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু উপকূল পর্যন্ত। তবে এবারে বাংলায় বর্ষার বৃষ্টির ঘাটতি রয়েছে। এই দুর্যোগ পুজো অবধি বহাল থাকবে কি না, সে বিষয়ে এখনও পূর্বাভাস পাওয়া যায়নি।