Saif Ali Khan Attack: সেফের উপর হামলায় উদ্বিগ্ন মমতা, 'শর্মিলাদির' জন্য কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Mamata On Saif Ali Khan Attack : শর্মিলা পুত্র সেফ আলি খানের উপর হামলার ঘটনায় উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া মমতার ?

কলকাতা: গভীর রাতে সেফের মুম্বইয়ের বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলার অভিযোগ। হামলায় গুরুতর আহত শর্মিলাপুত্র। নেওয়া হয়েছে লীলাবতী হাসপাতালে। সূত্রের খবর, অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। পিঠে ধারালো কিছু গেঁথে ছিল, হাসপাতালে এলে তা বাইরে বার করেন ডাক্তাররা। শর্মিলা পুত্র সেফ আলি খানের উপর হামলার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করে সেফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেশের আইনের প্রতি আস্থা রেখে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা এই ঘটনার জন্য দায়ী, তাঁদেরকে এর জবাব দিতেই হবে। কঠিন পরিস্থিতিতে শর্মিলা ঠাকুর, করিনা কাপুর-সহ গোটা পরিবারের পাশে থেকে প্রার্থনা জানিয়েছেন মমতা।
মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই আক্রান্ত হয়েছেন অভিনেতা সেফ আলি খান। গতকাল রাত ২টো নাগাদ অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেফের বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা চালায়। পরিচারিকার সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটি হচ্ছিল। থামাতে গেলে পতৌদি-পুত্রের ওপর চড়াও হয় ওই ব্যক্তি। সেই সময় বাড়িতেই ছিলেন করিনা কপূর। গুরুতর জখম সেফকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।
অভিনেতার ঘাড়ে ১০ সেন্টিমিটার ক্ষত ছিল। শরীরের ৬টি জায়গায় ছুরির আঘাত রয়েছে। তার মধ্যে ২টি আঘাত গুরুতর। শিরদাঁড়ায় গেঁথে যায় ছুরির একটি অংশ। সেফের পাঁজরার হাড়ের কাছে চোটও গুরুতর। লীলাবতী হাসপাতালে প্রথমে নিউরো সার্জারি ও পরে কসমেটিক সার্জারি হয়। হামলায় জখম হন পরিচারিকাও। করিনা কপূর রাতেই পৌঁছে যান লীলাবতী হাসপাতালে। পৌঁছন করিশ্মা কপূরও।
আরও পড়ুন, নাকে অক্সিজেনের নল, বিকল হয়েছে হৃদপিন্ড, তবুও কুম্ভের টানে প্রয়াগরাজে 'অক্সিজেন বাবা' !
সেফ আলি খানের বাড়িতে ঢুকে লুঠের ছক? নাকি অন্য কোনও কারণে হামলা? পতৌদি-পুত্রকে আক্রমণের ঘটনায় ১৫ সদস্যের তদন্তকারী দল গঠন করেছে মুম্বই পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিনেতার বাড়ির কর্মচারীদের। পুলিশ সূত্রে খবর, রাত ২টো নাগাদ সেফের ছোট ছেলে জেহ্-র শোওয়ার ঘরে ঢোকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পরিচারিকা তাকে দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠেন। চিৎকার শুনে সেফ ওখানে যেতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তি, এলোপাথাড়ি কোপাতে শুরু করে। পুলিশ জানিয়েছে, সেফের বাড়ির পিছনে একজনই নিরাপত্তারক্ষী ছিলেন।পাঁচিলও ৫-৬ ফুটের বেশি উঁচু নয়। CC ক্যামেরায় ২ জনকে দেখা গেছে। হামলাকারী পাঁচিল টপকে ভিতরে ঢোকে বলে পুলিশের অনুমান।






















