Saltlake Chaos: সল্টলেকে মৃত্যু বাইক আরোহীর; ইট বৃষ্টি শুরু স্থানীয়দের, পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশও
বুধবার সন্ধেয় সল্টলেকের নিউ ব্রিজ এলাকায় একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার পর ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে গাড়িটি।

কলকাতা: সল্টলেকে চলন্ত গাড়িতে আগুন থেকে ঝলসে মৃত্যু হল বাইক আরোহীর। গাড়ি এবং রেলিংয়ের মাঝে পড়ে যান বাইক আরোহী সৌমেন মণ্ডল। আর তাতেই অকালে চলে গেল প্রাণ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের নিউ ব্রিজ এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে স্থানীয়রা। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশও।
ঘটনা কী?
বুধবার সন্ধেয় সল্টলেকের নিউ ব্রিজ এলাকায় একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন সৌমেন মণ্ডল। সেইসময়, পিছন থেকে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। গাড়ি এবং রেলিংয়ের মাঝে আটকে পড়েন পেশায় ফুড ডেলিভারি বয় সৌমেন। গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে বাইকে। ঝলসে মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা ওই ফুড ডেলিভারি বয়ের। আর এই ঘটনা পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, পুলিশ ট্রাফিক না সামলে ফাইন নিতে ব্যস্ত থাকে। এদিন পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে বলে অভিযোগ। স্থানীয়দের আরও অভিযোগ, সেই সময় পরিস্থিতি সামাল না দিয়ে মোবাইলে ভিডিও তুলছিল পুলিশ। পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এরপরই ধুন্ধুমার কাণ্ড বাধে।
ব্রিজের একদিক থেকে আরেকদিকে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে শুরু করেন স্থানীয়রা। পাল্টা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নামে পুলিশও। কাঁদানে গ্যাসের শেল ছুড়তে শুরু করেন তাঁরাও। অফিস টাইমে সল্টলেকে পুলিশ-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এপ্রসঙ্গে বিধাননগরের ডেপুটি কমিশনার অনীশ সরকার বলেন, "কী অভিযোগ ওঁরা জানাচ্ছেন আমি বলতে পারব না। কিন্তু যখন এখানে ঘটনাটা ঘটে, তখন পুলিশ এখানে আসে এবং ২-৩ জনকে উদ্ধার করেন। তারপরে কিছু লোকজন আসেন। দমকলের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তাতে উদ্ধারকার্য স্থগিত হয়ে যায়। সমস্যা যেটা হচ্ছিল আরও ফোর্স না আসা পর্যন্ত উদ্ধারকার্য করা যাচ্ছিল না। ততক্ষণে একজনের মৃত্যু হয়। তার আগে পুলিশ বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন। কিছু লোকজন বিক্ষোভ করেন। তাঁদের বোঝানোরও চেষ্টা করা হয়। কয়েকজন তার মধ্যে গাড়ি আটকাতেও শুরু করে। আমরা সরিয়ে দিলে ফের পাথর ছোড়ে। বারণ করলেও শোনেনি। তখন বাধ্য হয়ে কয়েক রাউন্ড গ্যাস চালাতে হয়েছে।''
এদিকে এদিন সকালে বাসন্তী হাইওয়েতে প্রগতি ময়দান থানা এলাকার চৌবাগার কাছে স্কুটার ও সবজির ভ্যানে ধাক্কা মারে বেপরোয়া মিনিডোর। মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় স্কুটার আরোহী এক মহিলার। আরেক মহিলার অবস্থাও আশঙ্কাজনক। আহত হন সবজির ভ্যানের চালকও। এদিন সকাল ৬টা নাগাদ পশ্চিম চৌবাগার কাছে বাসন্তী হাইওয়েতে বেপরোয়া মিনিডোর স্কুটারে ধাক্কা মারে। গুরুতর আহত হন দুই মহিলা আরোহী। এরপর সবজির ভ্যানে ধাক্কা মারেন মিনিডোরের চালক। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে স্কুটার আরোহী এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।






















