Samaresh Majumdar Demise: শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, আজ নিমতলা শ্মশানে শেষকৃত্য সমরেশ মজুমদারের
Samaresh Majumdar Demise: গতকাল, কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার। বয়স হয়েছিল ৭৯ বছর।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কালপুরুষ, কালবেলা-র স্রষ্টা সমরেশ মজুমদারকে শেষ শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে রাজনৈতিক ব্যক্তিত্বদের ঢল। শেষ শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম, শশী পাঁজা, শমীক ভট্টাচার্য, মহম্মদ সেলিম, বিমান বসু ও কংগ্রেস নেতারা। এরপর নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। সমরেশ মজুমদারের প্রয়াণে বাংলায় ট্যুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী ও অমিত শাহ।
তিনি লিখেছিলেন, 'মন খুলে যদি ঘুমাতে পারো, তাহলে দেখবে, তোমার কোনও কষ্ট নেই।' সেই অনন্ত ঘুমের দেশে পাড়ি দিলেন, সাহিত্য়িক সমরেশ মজুমদার। চলে গেলেন, উত্তরাধিকার-কালবেলা-কালপুরুষের' মতো কালজয়ী ট্রিলজির রচয়িতা। চলে গেলেন অনিমেষ, মাধবীলতার স্রষ্টা।
১৯৪২ সালের ১০ই মার্চ,জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন সমরেশ মজুমদার। ডুয়ার্সের চা বাগানে তাঁর শৈশব ও কৈশোর কাল কেটেছে। ১৯৬০ সালে আসেন কলকাতায়। প্রথমে স্কটিশ চার্চ কলেজ ও পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে পড়াশোনা।ছোট থেকেই সাহিত্য়ের প্রতি তাঁর ঝোঁক ছিল। ছাত্রজীবন থেকে তা ভালোবাসায় পরিণত হয়।১৯৭৫ সালে প্রকাশিত হয় সমরেশ মজুমদারের প্রথম উপন্য়াস 'দৌড়'।এরপরই একের পর এক মন ছুঁয়ে যাওয়া উপন্য়াস। সাতকাহন, তেরো পার্বণ,স্বপ্নের বাজার, উজান, গঙ্গা।শুধু উপন্য়াসই নয়, ছোটগল্প থেকে ভ্রমণকাহিনি... কিশোর উপন্যাস থেকে গোয়েন্দাকাহিনী।'দেশ' পত্রিকায় প্রকাশিত হওয়া মাত্র সাড়া ফেলে 'উত্তরাধিকার' উপন্য়াস। তাঁর কলমে যেমন উঠে এসেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তেমনই ভালবাসার জন্য় হাহাকারও।
সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোকজ্ঞাপন করে বাংলায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, সমরেশ মজুমদার বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর লেখনীতে পশ্চিমবঙ্গের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক সুন্দরভাবে ফুটে উঠেছে। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। সমরেশ মজুমদারের প্রয়াণে ট্যুইটে লেখেন মোদি।
কালপুরুষ, কালবেলার স্রষ্টার প্রয়াণে বাংলায় ট্যুইট করেছেন অমিত শা-ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ট্যুইটে লেখেন, বাংলা সাহিত্যের কিংবদন্তি সমরেশ মজুমদারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলার সমাজের পরিস্থিতি নিয়ে তাঁর অমূল্য রচনা বিশ্ববাসীর মনে এক গভীর প্রভাব ফেলেছে। এই কঠিন সময়ে আমি তাঁর শোকার্ত পরিবার ও অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। সমরেশ মজুমদারের প্রয়াণে ট্যুইট অমিত শাহ-র।
আরও পড়ুন: Summer Sunscreen Benefit : সানস্ক্রিন কি আদৌ রোদের হাত থেকে ত্বককে বাঁচায় ?