Sandakphu Snowfall: বরফাবৃত সান্দাকফু, বসন্তের শুরুতে নয়নাভিরাম দৃশ্যের সাক্ষী পর্যটকরা
সান্দাকফু শৃঙ্গটি ৩৬৩৬ মিটার উচ্চ। এটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এখানে বরফ পড়েছিল কয়েকবছর আগে। এমন সময়ে তুষারপাতে উচ্ছ্বসিত পর্যটকেরা।
দার্জিলিং: কলকাতা যখন গরমে নাজেহাল, তখন সান্দাকফু (Sandakphu), ফালুট ঢেকেছে বরফে। তুষারপাতের (Snow Fall) জেরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। অনেকেই ছুটছেন সান্দাকফু, ফালুটে বরফ দেখতে। বসন্তের শুরুতে ভিড় জমছে দার্জিলিং কালিম্পংয়েও। দার্জিলিংয়ে এবার তুষারপাত হয়নি। যদিও তাপমাত্রা নেমেছিল হিমাঙ্কের কাছাকাছি। তাই তুষারপাতের সম্ভাবনাও তৈরি হয়।
বরফাবৃত সান্দাকফু: সান্দাকফু শৃঙ্গটি ৩৬৩৬ মিটার উচ্চ। এটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এখানে বরফ পড়েছিল কয়েকবছর আগে। এমন সময়ে তুষারপাতে উচ্ছ্বসিত পর্যটকেরা। বরফে মোড়া পাহাড় দেখতে বহু পর্যটক ছুটছেন সান্দাকফুতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সান্দাকফুতে বরফ পড়লেও আগামী দিনে এই বছর আর হয়ত তুষারপাত হবে না দার্জিলিংয়ে। এই বছরের শুরুতে দুধসাদা বরফে ঢেকে যায় কেদারনাথ মন্দির। চামোলি জেলায় ব্য়াপক তুষারপাত হয়। তুষার চাদরে মুড়ে যায় উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধাম। কিন্তু বঙ্গে তুষারপাত এবার হয়নি।
রাজ্যের আবহাওয়ার আপডেট: সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়লেই চড়া রোদে অস্বস্তি বাড়ছে। কলকাতা ও সংলগ্ন জেলায় মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পুবের দিকের জেলাগুলিতে পূবালি হাওয়া, কোথাও দখিনা বাতাস আর পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিমের বাতাস বইবে। ফলে ওই জেলাগুলিতে রাতে ও ভোরের দিকে হালকা শীতের আমেজ। তবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে গরমের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।অন্যদিকে, আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট:
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
27-Feb | 23.0 | 32.0 | Partly cloudy sky | |
28-Feb | 22.0 | 32.0 | Partly cloudy sky | |
01-Mar | 23.0 | 33.0 | Partly cloudy sky | |
02-Mar | 23.0 | 34.0 | Mainly Clear sky | |
03-Mar | 24.0 | 34.0 | Mainly Clear sky | |
04-Mar | 24.0 | 34.0 | Mainly Clear sky | |
05-Mar | 24.0 | 35.0 | Mainly Clear sky |
আরও পড়ুন: North 24 Parganas Weather: দখিনা বাতাসের হাত ধরে বসন্তের আগমন, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?