Sandeshkhali ED Attack: ED পৌঁছতেই দৌড়ে গেল পুলিশ! আজ এত তৎপরতা কেন?
ED Raid:শুক্রবার কলকাতার বিভিন্ন জায়গায় পুর নিয়োগ দুর্নীতি তদন্তের জন্য ED যে তল্লাশি চালাচ্ছে সেখানে দেখা গেল 'সক্রিয়' পুলিশ।
কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) ইডি (ED) আর কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করেছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী। মার খেয়ে মাথা ফেটেছিল ইডি আধিকারিকের। অভিযোগ ছিল, ঝামেলা চললেও সেখানে আসেনি স্থানীয় থানার পুলিশ। কিন্তু শুক্রবার কলকাতার বিভিন্ন জায়গায় পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) তদন্তের জন্য ED যে তল্লাশি চালাচ্ছে সেখানে দেখা গেল 'সক্রিয়' পুলিশ
এদিন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose), বিধায়ক তাপস রায় (Tapash Roy) এবং বিরাটির আরও এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সকাল থেকে তল্লাশি শুরু করে ইডি। তখনই বাইরে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ।
দেখা গিয়েছে পুলিশি তৎপরতা:
সন্দেশখালিকাণ্ডের পর ইডি-র অভিযান ঘিরে দেখা গেল পুলিশি তৎপরতা। এদিন সাতসকালে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই পৌঁছে যায় ইডি। সন্দেশখালির মতো যাতে বিক্ষোভের নামে তাণ্ডবের ঘটনা আর না ঘটে, তা ঠেকাতে মন্ত্রীর নতুন বাড়ির সামনে তো বটেই, পিছনের গলিতে পর্যন্ত অনেকটা জায়গা ঘিরে ফেলেন CRPF জওয়ানরা। কিছুক্ষণের মধ্যেই এলাকায় পৌঁছে যায় লেকটাউন থানার পুলিশ। আইসি নন্দদুলাল ঘোষ প্রায় ১৫ জন পুলিশকর্মী নিয়ে হাজির হয়ে যান। আইসি-র দাবি, ইডি-র অভিযান সংক্রান্ত কোনও তথ্য তাঁদের আগাম দেওয়া হয়নি। সুজিত বসুর বাড়ির সামনে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করা হয় কী হচ্ছে, ইডির তরফে কিছু জানানো হয়েছে কিনা, তা নিয়ে কিছু বলতে চাননি তিনি।
বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের ঠিকানায় ইডি-র অভিযান চালাকালীনও আবাসন চত্বরে পৌঁছে যায় মুচিপাড়া থানার পুলিশ। এসিপি পদমর্যাদার এক অফিসার তৃণমূল বিধায়ক তাপস রায়ের আবাসন চত্বরে ঢুকে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যান।
বিরাটিতে তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি-র অভিযান চলাকালীন, দমদম থানার পুলিশ সেখানে পৌঁছে যায়। সকাল সাড়ে ৮ নাগাদ উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ঢুকতেও চান তাঁরা। কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেই অনুমতি দেয়নি।
রেশন দুর্নীতি তদন্তে গিয়ে রক্তাক্ত হয়েও অভিযান থেকে পিছু হটছে না ইডি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে, জাতীয় যুব দিবসে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে খোদ মন্ত্রী ও তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
রাজনৈতিক তরজা:
'সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত', অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'উপযুক্ত মেটিরিয়াল পেয়েই পুণ্য দিনে, পুণ্য কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে ইডি। ব্যাগ গোছাতে শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন', দমকলমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতার। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা।
আরও পড়ুন: মাথায় হেলমেট, হাতে ঢাল! সন্দেশখালি থেকে শিক্ষা ইডি-CRPF-এর?