Sandeshkhali: ক্ষোভের পাহাড়, নালিশের বন্যা, টাকা নয়, বিচার চাইছে সন্দেশখালি
Sandeshkhali News: সন্দেশখালির মানুষের মন বুঝতে শনিবারও ফের সন্দেশখালিতে গিয়েছিল রাজ্যের দুই মন্ত্রী। কিন্তু যেতেই ঠিক যেন ক্ষোভের আগুনে ঘি পড়ল!
সন্দেশখালি: কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে? আর কত চোখের জল, আর কত অভিযোগের পর তবে বলা হবে এসব সাজানো ঘটনা নয়, সত্যি। পরিকল্পিত ষড়যন্ত্র নয়, বাস্তব। টাকা নয়, বিচার চাইছে সন্দেশখালি। ৫১ দিন পার, কবে গ্রেফতার শেখ শাহজাহান। মন্ত্রী থেকে পুলিশ ক্যাম্প- গিয়ে গিয়ে অভিযোগ গ্রামবাসীর। ক্ষোভের পাহাড়, নালিশের বন্যা। আর কবে ব্যবস্থা? এখন সেই প্রশ্ন উঠছে সন্দেশখালিতে।
সন্দেশখালির মানুষের মন বুঝতে শনিবারও ফের সন্দেশখালিতে গিয়েছিল রাজ্যের দুই মন্ত্রী। কিন্তু যেতেই ঠিক যেন ক্ষোভের আগুনে ঘি পড়ল! প্রতিবাদের সমস্বরে গর্জে উঠলেন সন্দেশখালির প্রমীলারা। কবে গ্রেফতার হবে শাহজাহান? ক্ষোভ সামলাতে গিয়ে ইডির কোর্টে বল ঠেলে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন পার্থ ভৌমিক। যদিও লাভের লাভ কিছুই হয়নি।
এদিকে শুধু মন্ত্রীদের কাছেই নয়, পুলিশের কাছেও জমা পড়েছে ঝুড়ি ঝুড়ি অভিযোগ। শনিবার বেড়মজুরের ঝুপখালিতে পুলিশের ক্যাম্পে যে ৭৩টি অভিযোগ জমা পড়ল, তার হাতে গোনা ক'টা বাদ দিলে...বাকি সব ক'টিই সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নামে।