Sandeshkhali Incident: ১০০ অভিযোগ, শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধে FIR পুলিশের
Sheikh Sirajuddin: পুলিশের ক্যাম্পে ১০০টিরও বেশি অভিযোগ, খতিয়ে দেখে শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে এফআইআর পুলিশের
![Sandeshkhali Incident: ১০০ অভিযোগ, শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধে FIR পুলিশের Sandeshkhali Incident Police filed an FIR against Sheikh Sirajuddin brother of Sheikh Shehjahan Sandeshkhali Incident: ১০০ অভিযোগ, শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধে FIR পুলিশের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/bac9a8f9df32c62333cf428b4abe36691708879562438385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: অবশেষে শেখ শেহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। জমি জবর দখল, মারধর, হুমকি সহ ১০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে পুলিশের ক্যাম্পে। অভিযোগ খতিয়ে দেখে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর পুলিশের। এফআইআর দায়ের হলেও এখনও সিরাজের খোঁজ পায়নি পুলিশ। এদিনই পুলিশের হাতে আটক বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি সিরাজুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন বাসিন্দারাও।
আজও সন্দেশখালির বেড়মজুরে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। অভিযোগ জানাতে গেলেও, উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে। এমনও অভিযোগ শোনা গেল গ্রামবাসীদের মুখে। সন্দেশখালিতে পুলিশের ভূমিকা নিয়ে জোড় চর্চা চলছে রাজনীতিতেও। গোটা এলাকা জুড়ে পুলিশে পুলিশে ছয়লাপ। গ্রামে গ্রামে টহল দিচ্ছে IPS অফিসাররা, অভিযোগ শোনার জন্য ক্যাম্প চালু হয়েছে। সেখানে গিয়েছেন মন্ত্রীরা। কিন্তু, এতকিছুর পরও ভয় কাটছে না সন্দেশখালির। উল্টে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের। শুক্রবার থেকে বিক্ষোভের আঁচে তেতে রয়েছে বেড়মজুর। এলাকাবাসীকে শান্ত করতে, দফায় দফায় সেখানে যান পুলিশ কর্তারা। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সেখানে গিয়েছিলেন হাওড়ার DCP বিশ্বজিৎ মাহাতো। কিন্তু, পুলিশ পৌঁছতেই ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী মহিলারা। এক বাসিন্দা অভিযোগ করেন, 'পুলিশ কী করছে? শেখ শাহজাহানকে ধরতে পারছে না। পুলিশমন্ত্রী কী করছে? সাধারণ মানুষের নিরাপত্তা নেই। আমরা শেখ শাহজাহানের শাস্তি দেব। আমরা সিরাজের শাস্তি দেব। মায়েদের ইজ্জত ফেরাব। আমাদের আইন হাতে তুলে দেন।' আর এক বাসিন্দা বলেন, 'পুলিশ প্রশাসন কী গ্য়ারান্টি দেবে? পুলিশ প্রশাসন তো শুক্রবারই বলে গেল যে আপনারা সুস্থভাবে থাকেন, আপনাদের জন্য় ক্য়াম্প করেছি, যা অভিযোগ আছে, আপনারা গিয়ে ক্য়াম্পে জমা দেবেন। আমার শ্বশুর ক্য়াম্পে যাবে বলে লিখিত নিয়ে ক্য়াম্পে যাচ্ছিল, সেখান থেকে পুলিশ হাত ধরে নিয়ে আমার শ্বশুরকে থানায় নিয়ে গেল। পুলিশ নিজেই বলল আপনার ২ মিনিটে মুখ বন্ধ করে দেব। পুলিশ আমাদের নিরাপত্তা কী দেবে?'
শাহজাহানের বিরুদ্ধে পোস্টার:
ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। দুই মন্ত্রী ফিরে যেতেই শেখ শাহজাহানের গ্রেফতার চেয়ে ফের পড়ল পোস্টার। খুলনা ফেরিঘাট এলাকা, কর্ণখালি এলাকায় এদিন একাধিক পোস্টার দেখা যায়। গতকাল এই এলাকাতেই যান পার্থ ভৌমিক ও সুজিত বসু। মন্ত্রীদের সামনে ক্ষোভ উগরে দেন সন্দেশখালির বাসিন্দারা। মন্ত্রীরা ফিরতেই শেখ শাহজাহানের গ্রেফতার চেয়ে পড়ল পোস্টার।
আরও পড়ুন: সন্দেশখালির ঘটনায় সংবাদমাধ্যমকেই নিশানা TMC সাংসদ সৌগত রায়ের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)