Sheikh Shajahan: শাহজাহান-মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা মেরে উধাও ঘাতক ট্রাকের চালক ! মুখ খুলল অভিযুক্তের মেয়ে 'আমার আব্বু ওখানে ছিল না..'
Sandeshkhali Incident Sheikh Shajahan Case : তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে, তারপরও কীভাবে ঘুরে বেড়াচ্ছেন আলিম? উঠছে প্রশ্ন। মুখ খুলল অভিযুক্তের মেয়ে

হিন্দোল দে, প্রকাশ সিন্হা, উত্তর ২৪ পরগনা: বুধবার ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার পর থেকে উধাও ঘাতক ট্রাকের চালক। অভিযোগকারী যে আলিম মোল্লার নামে অভিযোগ করছেন, তাঁর নাম সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনায় চার্জশিটে রয়েছে। তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে। তারপরও কীভাবে ঘুরে বেড়াচ্ছেন আলিম? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন, এখনও থামেনি যন্ত্র ! হুমায়ুনের 'বাবরি' নির্মাণে অনুদানের টাকা গোনা হয়েই চলেছে, এই অবধি কত পড়ল জমা ?
রিয়েলে যা ঘটল, তা হার মানাবে রিয়েলকেও!আদালতে যাওয়ার মতো সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা!সাক্ষী প্রাণে বাঁচলেও, মৃত্য়ু হয়েছে তাঁর ছোট ছেলে ও গাড়ির চালকের!বুধবার বাসন্তী হাইওয়েতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার পর থেকেই, বেপত্তা ঘাতক ট্রাকের চালক। কিন্তু, সেই সময় ট্রাকটি চালাচ্ছিলেন কে? যে ট্রাকের ধাক্কায় দু-দু'জনের প্রাণ চলে গেল,সেই ঘাতক ট্রাকের স্টিয়ারিংয়ে হাত ছিল কার? এই প্রেক্ষাপটেই যার নাম নিচ্ছেন পুত্রহারা ভোলানাথ ঘোষ,তিনি হলেন আলিম মোল্লা। সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনায় যাঁর নাম CBI চার্জশিটে রয়েছে। তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে। বুধবারের ঘটনার পর তাঁর বিরুদ্ধে থানায় FIR করেছেন ভোলানাথ ঘোষ।
প্রশ্ন: এই ছবি, আপনি একবার দেখে নিন।
শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ : আলিম মোল্লা। এটাই আলিম মোল্লা। লাউখালি বাড়ি।
প্রশ্ন: এ কী কাল ছিল?
শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ : একদম। আমি ফিরে আসার পর আরও খবর পেলাম, আমাকে চাপা দেওয়ার পর ও বেরিয়ে এসে কোন মোটর বাইকে কোথায় গেছে সেটাও খবর পেয়েছি। এই হচ্ছে আলিম মোল্লা আমি নিশ্চিত।
প্রশ্ন: এই খুনটা করতে চেয়েছে?
শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ : হ্য়াঁ। পিছনে অনেকে আছে কিন্তু এ হচ্ছে মূল।
অভিযুক্ত আলিম মোল্লার বাড়িতে পৌঁছেছিলাম আমরা। কিন্তু বুধবার ঘটনার পর থেকেই বাড়িতে নেই তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে পরিবার।
প্রশ্ন : আলিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ করছে।অভিযুক্ত আলিম মোল্লার মেয়ে আফরুজা খাতুন: না, আমার আব্বু ওখানে ছিল না। এই অভিযোগটা আমরা মানতে পারছি না। ওই লোক দুই-দুই কথা বলছে। সে প্রমাণ আমরাও ফোনে দেখছি তো। ফোনে আমরা দেখাতেও পারি। প্রথমে ওই লোক বলেছে, যে আমি স্বচক্ষে দেখিনি, বলতে পারব না। তার প্রায় অনেক ঘণ্টা পরে বলছে যে, হ্যাঁ আমি দেখেছি।
অভিযুক্ত আলিম মোল্লার স্ত্রী রোশনারা বিবি, আগারহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযুক্ত আলিম মোল্লার স্ত্রী ও তৃণমূল সদস্য, আগারহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রোশনারা বিবি বলেন, পরিকল্পনা করে বিজেপি পার্টি ফাঁসানোর চেষ্টা করছে। ভোলা ঘোষ তো প্রথমে বলছে যে, আমি দেখিনি কাউকে। তারপর (বুধবার দুপুর) ৩টের সময় থেকে বলল কেন, ওকে পুরো পরিকল্পনা করে...।
গত বছর ৫ জানুয়ারি মাসে, সন্দেশখালিতে ED-উপর হামলার ঘটনায় CBI-এর দ্বিতীয় চার্জশিটে যে ৫ জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে একজনকে গ্রেফতার করা হলেও চারজন পলাতক।চারজনের মধ্যে একজন আলিম মোল্লা।CBI সূত্রে দাবি, তাঁদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার,১ বছরে কাউকে গ্রেফতার করেনি পুলিশ।শেষে বসিরহাট আদালত CBI-কেও গ্রেফতার করার অনুমতি দেয়।এখানেই প্রশ্ন উঠছে, আলিম মোল্লার মতো যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি রয়েছে, তাঁরা এভাবে ঘুরে বেড়াচ্ছেন কী করে? এদিকে পরিবহণ দফতরের তথ্য বলছে, ঘাতক ট্রাকের মালিক আব্দুস সামাদ মোল্লা।যিনি স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য।
এদিন তাঁকেও বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের দাবি, তাঁরা ওই ট্রাক আগেই নজরুল মোল্লা নাম এক ব্য়াক্তিকে বিক্রি করে দিয়েছেন তাঁরা। ট্রাক মালিক আব্দুস সামাদ মোল্লার মেয়ে হাসনুহানা সুলতানা বলেন,গাড়ি আমার বাবার নামেই, কিন্তু দেড় থেকে ২ বছর আগেই গাড়ি বিক্রি হয়েছে। ফাইন্যান্স সংক্রান্ত বিষয়ের কারণে নাম পরিবর্তন করা হয়নি। মালিকানা বদল হয়নি। যাকে বিক্রি করা হয়েছে, তিনি হচ্ছেন নজরুল মোল্লা। নজরুল মোল্লা আমাদের ট্রাক চালাত, তাঁকেই বিক্রি করেছে। ও জানবে কে চালাচ্ছিল। বুধবারের ঘটনার পর পুলিশে দায়ের হওয়া FIR-এ নাম রয়েছে, নজরুল মোল্লারও।কিন্তু তাঁকেও এদিন বাড়িতে পাওয়া যায়নি।
প্রশ্ন : আবদুস সামাদ মোল্লা তো বলছেন, তার মেয়ে বলছেন, আবদুস সামাদ মোল্লার থেকে নজরুল মোল্লা গাড়িটা কিনেছেন।
ট্রাক চালক নজরুল মোল্লার স্ত্রী তাজমিরা বিবি : আমি বলতে পারব না। আমি জানি না।
প্রশ্ন : আপনারা স্বামী কী করেন?
ট্রাক চালক নজরুল মোল্লার স্ত্রী তাজমিরা বিবি : আমার স্বামী আগে গাড়ি চালাত। বাইরে ... গাড়ি চালাত।
প্রশ্ন : লরি চালাত?
ট্রাক চালক নজরুল মোল্লার স্ত্রী তাজমিরা বিবি : হ্য়াঁ
প্রশ্ন : এই লরিটাও তো কিনেছিল?
ট্রাক চালক নজরুল মোল্লার স্ত্রী তাজমিরা বিবি : সঠিকভাবে বলতে পারব না।
তাহলে বুধবার ঘাতক ট্রাক চালাচ্ছিল কে? ট্রাকের মালিকই বা কে? গাড়ির ধোঁয়ার মতোই, সবটা যেন ধোঁয়াশা...






















