Sandeshkhali Live Updates: শেখ শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে মিলল বিদেশি আগ্নেয়াস্ত্রও
Sandeshkhali Firearms Recovery Live: শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়তেই বোমা-বন্দুক। মিলল বিদেশি আগ্নেয়াস্ত্রও! সিবিআই সূত্রে খবর।

Background
সন্দেশখালি (Sandeshkhali Update) যেন যুদ্ধক্ষেত্র! অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলার পর নামল এনএসজি (NSG) । রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে বিস্ফোরকের খোঁজে তল্লাশি। এলাকা ঘিরল কমান্ডো।
ভোটের মধ্যেই সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ। শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়তেই বোমা-বনদুক। মিলল বিদেশি আগ্নেয়াস্ত্রও! সিবিআই সূত্রে খবর।
তিন দিকে ভেড়ি। নির্জন দ্বীপে তালাবন্ধ, বিদ্যুৎহীন বাড়ি। মেঝের নীচে লুকনো অস্ত্রের ভাণ্ডার। কোথা থেকে এল এত অস্ত্র? ভোটে সন্ত্রাসের ছক, নাকি আগে থেকেই মজুত?
বাড়ি সংলগ্ন ভেড়িতেও কি লুকোনো রয়েছে অস্ত্র? মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি কেন্দ্রীয় বাহিনীর। কী উদ্দেশ্যে মজুত এত অস্ত্র? এনআইএ চাইল বিজেপি।
Sandeshkhali Firearms Recovery Live Updates: সন্দেশখালিকাণ্ডের তদন্তে গিয়ে সেখান থেকেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকের হদিশ পেল CBI
প্রথমে হামলা হয়েছিল ইডির ওপর। তারপর সন্দেশখালিকাণ্ডের তদন্তে গিয়ে সেখান থেকেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকের হদিশ পেল CBI. এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, যার হদিশ পেল CBI, তার হদিশ কেন আগে পেল না পুলিশ?
Sandeshkhali Situation Live Updates: সন্দেশখালিতে সিবিআই অভিযানের মধ্যেই উদ্ধার হল অস্ত্র
সন্দেশখালিতে সিবিআই অভিযানের মধ্যেই উদ্ধার হল অস্ত্র






















