Sandeshkhali News: সরকারি আধিকারিকের হাত-পা কাটার হুমকি প্রধানের! দুর্নীতির তদন্ত করতে আসায় রোষের মুখে!
Sandeshkhali Haji Siddique: দুর্নীতির তদন্ত করতে আসায় পঞ্চায়েত অফিসের বৈঠকে সরকারি আধিকারিকের হাত-পা কাটার হুমকি প্রধানের!

সমীরণ পাল, সন্দেশখালি: ফের উত্তপ্ত সন্দেশখালি। এবার শাহজাহানের ঘনিষ্ঠ বিরমজুদ দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে সরব দলেরই এক অংশ।
দুর্নীতির তদন্ত করতে আসায় পঞ্চায়েত অফিসের বৈঠকে সরকারি আধিকারিকের হাত-পা কাটার হুমকি প্রধানের! শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা, বেড়মজুর ২ নম্বর গ্রামপঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তবে এই প্রথম নয়। এবার এই পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তার বিরুদ্ধে বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি! পার্টি অফিস উদ্বোধনের নামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক-সহ একাধিক সাংসদ-বিধায়কের নাম দিয়ে ভুয়ো আমন্ত্রণ পত্র ছাপানো! তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমনই সব অভিযোগ তুলে আরে আগে থানায় অভিযোগ করেছিলেন তৃণমূলেরই ব্লক সভাপতি। তা নিয়ে জলঘোলা হয়েছিল অনেক। তারপরেও বিতর্ক পিছু ছাড়ছে না হাজি সিদ্দিক মোল্লার।
পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবিতে সন্দেশখালির বেড়মজুর এলাকায় প্রতিবাদ মিছিল করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তৃণমূলের কর্মীরা। সন্দেশখালি দুই নম্বর ব্লকের অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লার একাধিক দুর্নীতির অভিযোগ সামনে নিয়ে এলো তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বিভিন্ন প্রশাসনিক দফতরে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর সেই দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করতে আসেন ও গ্রাম পঞ্চায়েত অফিসে একটি বৈঠক করতে আসেন।
সেই বৈঠক চলাকালীন প্রধান হাজি সিদ্দিক মোল্লা, প্রশাসনিক কর্তাদেরকে উদ্দেশ্য করে নানা রকম কুরুচিকর মন্তব্য করে এবং তাদের হাত-পা কেটে নেওয়ার হুমকি দেয়। এই ঘটনার পর এক প্রশাসনিক কর্তা ইতিমধ্যে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সন্দেশখালি থানার পুলিশ।
এই ঘটনার পর সন্ধ্যাবেলায় ওই পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকী মোল্লাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তার দাবিতে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষেরা বিক্ষোভ দেখান। তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলেন একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সেই ব্যাপারে আমরা সমস্ত পঞ্চায়েত সদস্যরা মিলে স্বরূপ হয়েছিলাম এবং অভিযোগ জানিয়েছিলাম উদ্বোধন কর্তৃপক্ষর কাছে সেই ব্যাপারে প্রধান আমাদেরকে বলেন শেখ শাহজাহান আর কয়েকদিন পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসছে। তারপর দেখে নেওয়া হবে। এবং কুড়ল দিয়ে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে বলে তিনি হুমকি দিয়েছেন। আমরা পঞ্চায়েত সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি, অবিলম্বে প্রধানকে গ্রেফতার করা হোক তা না হলে আমাদের প্রাণের সংশয় হতে পারে।
এ বিষয়ে পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকী মোল্লা বলেন, পুরোটাই আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। শেখ শাহাজানের নাম করে হুমকি দেয়ার ব্যাপারে তিনি বলেন, এটা ভিত্তিহীন কোন প্রমাণ আছে কি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















