Sandeshkhali Update: সব সাংবিধানিক প্রধানদের রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত, সন্দেশখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Sandeshkhali Situation: ২৫ ফেব্রুয়ারির পর ৩ মার্চ ফের সন্দেশখালি গেল স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
ঝিলম করঞ্জাই, সন্দেশখালি: হাইকোর্টের নির্দেশের পর রবিবার সন্দেশখালি গেলেন স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সন্দেশখালির একাধিক এলাকার মহিলা ও পুরুষদের সঙ্গে কথা বলেন তাঁরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পাশপাশি সন্দেশখালি যায় 'আক্রান্ত আমরা'র' ছয় সদস্যের প্রতিনিধি দল।
সন্দেশখালিতে ফ্যাক্ট ফান্ডিং টিম: ২৫ ফেব্রুয়ারির পর ৩ মার্চ ফের সন্দেশখালি গেল স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রবিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর প্রথমে সল্টলেকে CRPF-র IG-র সঙ্গে দেখা করেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এরপর সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালি ঘাটের সামনে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের আটকে নথি দেখতে চান পুলিশ কর্তারা। পুলিশের অনুমতি মেলার পর জলপথে সন্দেশখালি ঘাটে পৌঁছন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।
এদিন প্রথমে নস্করপাড়া সংলগ্ন চৌমাথায় যান টিমের সদস্যরা। এলাকার মহিলাদের অভাব অভিযোগ শোনেন তাঁরা। চৌমাথা থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য ভাবনা বাজাজ এক নির্যাতিতার সঙ্গে কথা বলেন। এরপর নস্করপাড়ায় যায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। স্থানীয় পুরুষ ও মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা। পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি জানিয়েছেন, ফাইন্ডিং টিম এরপরে কলকাতা ছেড়ে দিল্লিতে গিয়ে সমস্ত সাংবিধানিক প্রধানদের রিপোর্ট দেবে, যারা এখানে আইনি সমস্যায় আটকে আছে বা তাদের যে অত্যাচার হয়েছে তা নিয়ে আইনি সাহায্য করার জন্য পদক্ষেপ করবেন।
গ্রেফতার হওয়ার পরেই দলের সমস্ত পদ থেকে সরানো হয়েছে শেখ শাহজাহান। এরপর শনিবার জেলা পরিষদ থেকেও মুছে ফেলা হল শেখ শাহজাহানের নাম। গ্রেফতারির একদিনের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। জেলা পরিষদে শেখ শাহজাহানের ঘরের সামনে থেকে সরিয়ে ফেলা হয়েছে তাঁর নাম লেখা ফলক। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, ‘কুকর্মের জন্য শেখ শাহজাহানকে বহিষ্কার করেছে দল। তাঁর জন্য জেলা পরিষদের ওই বিভাগের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন সাধারণ মানুষ। সেই কারণেই এই সিদ্ধান্ত।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sukanta Majumder On Abhijit Ganguly Resign: 'যে দলেই যান, সেই দলের সম্পদ হবেন' অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে সুকান্ত