Sandeshkhali Update: অগ্নিগর্ভ সন্দেশখালি, ৩ বছর পর বাড়ি ফিরতেই গ্রেফতার
Sandeshkhali Chaos: ৩ বছর ঘরছাড়া থাকার পর শুক্রবার বাড়ি ফিরল সন্দেশখালির একটি পরিবার। আর বাড়ি ফিরেই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন সেই পরিবারের ছেলে।
![Sandeshkhali Update: অগ্নিগর্ভ সন্দেশখালি, ৩ বছর পর বাড়ি ফিরতেই গ্রেফতার Sandeshkhali Update one arrrested allegation TMC Leader house attack Sandeshkhali Update: অগ্নিগর্ভ সন্দেশখালি, ৩ বছর পর বাড়ি ফিরতেই গ্রেফতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/23/8d92cf28ab8c01db018299d5d52e932c170871192010851_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ব্রতদীপ ভট্টাচার্য, সন্দেশখালি: শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দিনের বাহিনীর অত্য়াচারে সন্দেশখালির বেড়মজুর এলাকার বাসিন্দা একটি পরিবার ঘরছাড়া ছিল বলে অভিযোগ। ক্ষোভের আগুনে সন্দেশখালি ফুঁসে (Sandeshkhali Chaos) উঠতেই ৩ বছর পর বাড়ি ফিরলেন তারা। বাড়ি ফিরেই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন অমিত আড়ি।
ক্ষোভের আগুনে ফুঁসছে সন্দেশখালি: সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। তার মধ্য়েই ৩ বছর ঘরছাড়া থাকার পর শুক্রবার বাড়ি ফিরল সন্দেশখালির একটি পরিবার। আর বাড়ি ফিরেই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন সেই পরিবারের ছেলে। বেড়মজুরের কাছারি এলাকার বাসিন্দা অমিত আড়ির অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর বিজেপি তকমা দিয়ে তাঁর বাড়ি ভাঙে এবং প্রাণনাশের হুমকি দেয় শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দিনের বাহিনী। অমিত আড়ি জানিয়েছেন, ৪ বছর ধরে এলাকা ছাড়া। বিজেপির তকমা লাগিয়ে ঘর ভেঙে দেওয়া হয়েছে। অজিত মাইতি, তাপস আড়ি চক্রান্তে ঘরছাড়া হতে হয়েছে বলে অভিযোগ তাঁর।
সন্দেশখালি থেকে ৭০ কিলোমিটার দূরে কেষ্টপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে আশ্রয় নেন অসহায় আমিত আড়ি। তাঁর মা দীপা আড়ি সন্দেশখালির বেড়মজুরে থেকে গেলেও অন্য় একটি বাড়িতে আশ্রয় নেন। সন্দেশখালি ক্ষোভের বিস্ফোরণে ফেটে পড়তেই সাহস সঞ্চয় করে বাড়ি ফিরলেন অমিত আড়ি ও তাঁর পরিবার। কিন্তু, বাড়ি ফিরেই গ্রেফতার হলেন তিনি। অমিত আড়ির মা দীপা আড়ি বলেন, “আমার ছেলে বাড়ি ছাড়া ছিল। আজকে ফিরেছে। কী করে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করবে।’’
এদিন সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে জোর জুলুম, মারধর, আবাস ও জবকার্ডের টাকা আত্মসাতের মতো গুচ্ছগুচ্ছ বিস্ফোরক অভিযোগে সরব হন বাসিন্দারা। লাঠি, ঝাঁটা হাতে রাস্তায় নামেন মহিলারা। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা জারি করে পুলিশ। তৃণমূলের নেতা অজিত মাইতির বাড়িতেও ভাঙচুর চালান উত্তেজিত জনতা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Nadia News: ব্যাগভর্তি ভোটার কার্ড উদ্ধার, লোকসভা নির্বাচনের আগে চাঞ্চল্য নদিয়ায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)