Abhishek Banerjee: 'বিজেপি নেতারা ৪৮ ঘণ্টার মধ্যে বাংলার মানুষের কাছে ক্ষমা চান', সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে আক্রমণে অভিষেক
Abhishek on Viral Video: ভোটের বঙ্গে সন্দেশখালির তৃণমূলের ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। সেই ভিডিও নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election) মাঝে তৃণমূলের (TMC) পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওতে বিজেপির (BJP) মণ্ডল সভাপতিকে বলতে শোনা যাচ্ছে, সন্দেশখালি আন্দোলনে অনেকটাই নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন শুভেন্দু অধিকারী। লোক দিয়ে পাঠাতেন টাকা। ধর্ষণের ভুয়ো অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও গলা বিকৃত করার অভিযোগ তুলেছেন ওই মণ্ডল সভাপতি ও বিরোধী দলনেতা। তবে এদিন এই ভিডিও নিয়েই সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভোটের বঙ্গে সন্দেশখালির তৃণমূলের ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। সেই ভিডিও নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, 'সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত। বাংলায় এত নিচু স্তরের রাজনীতি হতে পারে, ভাবতে পারিনি। ভোটের আগে বাংলাকে ছোট করার ঘৃণ্য চক্রান্ত। বাংলার ভাবমূর্তি কালিমালিপ্ত করার চক্রান্ত বিজেপির। এই জন্যই বিজেপিকে বাংলা বিরোধী বলি। এই ফুটেজ নির্লজ্জতার সব নজির ভেঙে দিয়েছে।
সন্দেশখালির প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, 'ভিডিওয় বিজেপির মণ্ডল সভাপতিকে দেখা যাচ্ছে। ভিডিওয় বলতে শোনা যাচ্ছে, কোনও ধর্ষণই হয়নি। বিজেপির মণ্ডল সভাপতি শুভেন্দুর নাম বলছেন। সন্দেশখালিতে যে অস্ত্র পাওয়া গেছে, সেগুলি রেখে দিয়ে এসেছিল। সন্দেশখালিতে রোবট নামিয়ে দিল। শুভেন্দু নিজে বলছেন, ৩৫৫ ধারা জারির পরিবেশ তৈরি করতে জানেন তিনি। বিজেপির মণ্ডল সভাপতি স্বীকার করেছেন, টাকা দিয়ে অভিযোগ করানো হয়েছে। তৃণমূলের যাকে ইচ্ছে গ্রেফতার করুন, বাংলাকে ছোট করছেন কেন?'
আরও পড়ুন, 'প্রযুক্তির মাধ্যমে স্বর বিকৃত করা হয়েছে, CBI তদন্ত চাইব', ভিডিওকে ভুয়ো দাবি সন্দেশখালির BJP নেতার
এছাড়াও একাধিক অভিযোগ এনেছেন অভিষেক। তৃণমূল নেতার কথায়, 'সন্দেশখালিতে টাকার বিনিময়ে ধর্ষণের ভুয়ো অভিযোগ। বাংলায় ২১-এর রায় হজম করতে পারেনি বিজেপি। বাংলার মানুষকে অপমান করার জন্য বিজেপির ষড়যন্ত্র। বিজেপি নেতারা ৪৮ ঘণ্টার মধ্যে বাংলার মানুষের কাছে ক্ষমা চান। ২ হাজার টাকা নিয়ে ভুয়ো অভিযোগ করেছে রেখা পাত্র। আজ কোথায় জাতীয় মহিলা কমিশন, এসসি কমিশন? সন্দেশখালিতে পুলিশকে তদন্তের সুযোগ দেওয়া হয়নি। এক দিকে বাংলার টাকা আটকে রেখেছে, অন্য দিকে বাংলার বিরুদ্ধে চক্রান্ত। বিজেপির বিরুদ্ধে লড়াই করছি বলে এজেন্সি দিয়ে হেনস্থা। আমাকে, আমার পরিবারকেও ছাড়েনি। রাজ্যপাল রাজভবনের কর্মীর শ্লীলতাহানি করে পালিয়েছে। সন্দেশখালির ভিডিও ফাঁস হওয়ার পর দায় এড়ানোর চেষ্টা বিজেপির। কীভাবে বাংলাকে ছোট করেছে, এই ভিডিও তার প্রমাণ'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে