Durga Puja 2025: নতুন জামা পরে ঘুরতে যাওয়া যাবে মহাকাশে! সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের দুর্গাপুজোর থিম 'স্পেস স্টেশন'
Sunita Williams: সুনীতা উইলিয়ামসের ফেরার আনন্দে বিশেষ পদক্ষেপ সন্তোষ মিত্র স্কোয়ারের

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় এবার ফুটে উঠবে আস্ত একটা স্পেস স্টেশন। গত বছরের জুন থেকে মহাশূন্যে কাটানো রুদ্ধশ্বাস মুহূর্ত কেমন ছিল? কতটা ঝুঁকিপূর্ণ সফরের পর অবশেষে ঘরে ফিরতে পারলেন সুনীতা উইলিয়ামসরা? আগামী দুর্গাপুজোয় উত্তর কলকাতার লেবুতলা পার্কের পুজো মণ্ডপে এই সমস্ত খুঁটিনাটিই ফুটিয়ে তোলার ধরার পরিকল্পনার করছেন উদ্যোক্তারা।
পুজোর নতুন জামা পরে সোজা এবার চলে যেতে পারেন স্পেস স্টেশনে! হাওয়ায় ভাসমান প্যারাসুট আর মহাশূন্য়ের মহাশীতল পরিবেশের আশ্চর্য অভিজ্ঞতা হাতেকলমে করতে পারেন উপভোগ। এমনকী কপালে থাকলে হয়ত উঠেও পড়তে পারেন ইলন মাস্কের ড্রাগন মহাকাশযানে! একঝলক শুনে গোটা ব্যাপারটা আপনার কাছে স্বপ্ন মনে হলেও, আর ৬ মাস পরেই কলকাতায় গড়ে উঠছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের আদলে 'লেবুতলা স্পেস স্টেশন'। সৌজন্যে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি।
উদ্যোক্তারা জানিয়েছেন, ৯০ তম বছরে তাঁদের দুর্গাপুজোর মণ্ডপে ফুটে উঠবে মহাকাশ থেকে সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে প্রত্য়াবর্তনের ঐতিহাসিক মুহূর্ত। বুধবার এ বিষয়ে প্রাথমিক আলোচনা সারেন উদ্যোক্তারা। এই বিষয়ে সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি উদ্যোক্ত সজল ঘোষ বলছেন, 'আমাদের এবারের চিন্তাভাবনা লেবুতলা স্পেস স্টেশন। এটা ভীষণ প্রাথমিক আলোচনা। হতেও পারে, নাও হতে পারে। আজকের ঘটনাটাকে মাথায় রেখে এটা ভাবনাচিন্তা করছি। আজ কেবল প্রাথমিক কথা হয়েছে।'
নভোশ্চরদের প্রত্যাবর্তনের সুখবরে যখন আনন্দে-উচ্ছ্বাসে ভাসছে গোটা বিশ্ব, ঠিক তখনই কলকাতার বুকে অভিনব উপায়ে তাদের ঘরে ফেরার উদযাপনের পরিকল্পনা করছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা। এই বিষয়ে সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি উদ্যোক্ত সজল ঘোষ বলছেন, 'আজকের ঘটনাটা কেন্দ্র করে, সুনীতা উইলিয়ামসের মধ্যে একটা ভারতীয় রক্ত আছে। আমরা নিজেরাও সেজন্য গর্বিত। আগামীদিন, আরও একজন ভারতীয় যাচ্ছেন এই স্পেস স্টেশনে, তিনি সম্পূর্ণভাবে ভারতীয়। সেই সব কারণেই, ভারতীয় হিসেবে আজ আমাদেরও গর্বের দিন যে এই ঘটনায় আমাদেরও একটা বড় অংশ আছে। তাই এটা নিয়ে তো আমাদের ভাবতেই হবে।
প্রতিবারই দুর্গাপুজোয় কোনও না কোনও চমক দেন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্যোক্তারা। কখনও রামমন্দির তো কখনও বিরাট গোলক.. প্রত্যেকবারই থাকে কিছু না কিছু চমক। অভিনব ভাবনার হাত ধরে এবার সম্ভবত সেই পুজোই হয়ে উঠতে চলেছে মহাজাগতিক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
