Khakee: 'খাকি'-র শ্যুটিং চলাকালীন দুর্ঘটনা, পোড়া শরীর নিয়েই শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন বাংলার এই অভিনেতা!
Debashish Roy: এই শ্যুটিং চলাকালীন একটি দুর্ঘটনা ঘটে দেবাশীষের সঙ্গে। বাড়িতেই তাঁর গায়ে পড়ে যায় ফুটন্ত জল। ফলে পুড়ে যায় শরীরের অনেকাংশের চামড়া

কলকাতা: তিনি ইন্ডাস্ট্রিতে এসেছিলেন জুনিয়র আর্টিস্ট হিসেবেই। কিন্তু প্রথমে তাঁর জীবন বদলে দিয়েছিল ৪৫ সেকেন্ড। 'বাচ্চা শ্বশুর' ছবিতে মাত্র ৪৫ সেকেন্ড অভিনয় করেই নজর কেড়েছিলেন তিনি। তারপরে.. 'ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে...' টলিউড পেরিয়ে তিনি একাধিক কাজ করে ফেলেছেন বলিউডে। কাজ করেছেন 'অপরাজিত'-র মতো হিট ছবিতেও। সবই চরিত্রাভিনেতা হিসেবে। আজ মধ্য়রাতেই মুক্তি পাবে ওয়েব সিরিজ 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার' (Khakee: The Bengal Chapter)। সেই ওয়েব সিরিজে জিৎ (Jeet), প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র পাশাপাশি রয়েছেন তিনিও। সেই সিরিজ করতে গিয়ে কী কী অভিজ্ঞতা হয়েছিল তাঁর? শ্যুটিং করতে গিয়ে বিপদের সম্মুখীন পর্যন্ত হয়েছিলেন অভিনেতা! 'খাকি' মুক্তির আগে, সেই ছবির অভিজ্ঞতা এবিপি লাইভ বাংলার সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা দেবাশীষ রায় (Debashish Roy)।
'খাকি'-তে কাজের সুযোগ পান অডিশন দিয়েই। দেবাশীষ বলছেন, 'আমি প্রথমে আমার পুরনো কাজগুলোর পরিচয় দিয়েছিলাম। তারপরে যে চিত্রনাট্য পাঠানো হয়েছিল, তার ভিডিও করে পাঠাই। জানতাম গোটা দেশ থেকে অডিশন হবে। ফলে আমি একরকম আশা ছেড়েই দিয়েছিলাম। তবে তারপরে আমায় ফোন করে জানানো হল, আমি মনোনীত হয়েছি। বিশ্বাস করতে পারছিলাম না, নীরজ পাণ্ডের ওয়েব সিরিজে আমি থাকব! যদিও আমার চরিত্র খুব ছোট, কিন্তু সিরিজে থাকাটাই গুরুত্বপূর্ণ। আদিল খান আর ঋত্বিক ভৌমিক যে দুটো দল হয়েছে, তার মধ্যেই আমি একজন। সিরিজটা মুক্তি পেলে সবাই দেখতেই পাবেন। তবে যেটা হয়তো অনেকে জানবেন না, সেটা হল আমি শ্যুটিংটা কীভাবে করলাম।'
এই শ্যুটিং চলাকালীন একটি দুর্ঘটনা ঘটে দেবাশীষের সঙ্গে। বাড়িতেই তাঁর গায়ে পড়ে যায় ফুটন্ত জল। ফলে পুড়ে যায় শরীরের অনেকাংশের চামড়া। দেবাশীষ মনে করেছিলেন, তাঁর 'খাকি'-র স্বপ্ন সেখানেই শেষ। কিন্তু জেদ ছিল, তাঁকে ফিরে আসতেই হবে। দুর্ঘটনার ৭ দিনের মাথাতেই তিনি জেদ করে পৌঁছে গিয়েছিলেন শ্যুটে। দেবাশীষ বলছেন, 'তখন কলকাতায় শ্যুটিং চলছিল আমাদের। আমি জেদ করে সেটে চলে যাই। প্রচন্ড গরমে শ্যুটিং করছিলাম। দেখলাম আমার হাতে ফোস্কা পড়ে যাচ্ছে। দেবাত্মাদা এসে আমায় জড়িয়ে ধরলেন। বললেন, সুস্থ হতে তারপরেই সেটে ফিরতে। আমি তখন একটাই অনুরোধ করেছিলাম। আমায় যেন সিরিজ থেকে বাদ না দিয়ে দেওয়া হয়।'
ফিরেছিলেন দেবাশীষ। আরও সাতদিন বিশ্রামের পরে। অভিনেতা বলছেন, 'সেই সময়ে চিকিৎসক দেবাশীষ মোদক ও নার্স সবিতা রায়ের তত্ত্বাবধানে আমি সুস্থ হয়ে উঠি। তারপরে মুম্বইতে শ্যুটিং করেছিলাম। ওখানে আমার একটা গুলি খেয়ে পড়ে যাওয়ার দৃশ্য ছিল। আমার তখন গোটা গায়ে ব্যান্ডেজ কিন্তু আমি দৃশ্যটা করেছিলাম। আব্বাস আলি মুঘল স্যার এসে আমায় জড়িয়ে ধরে প্রশংসা করেছিলেন। আমি 'খাকি'-র থেকে যা শিখেছি, সেটা কখনও ভোলার নয়। দুর্ঘটনাটার পরে সবসময় সবাই আমার খোঁজ নিয়েছেন। একজন স্পটবয় সবসময় ছিলেন আমার যত্ন নেওয়ার জন্য। এই অভিজ্ঞতাগুলো চিরকালের হয়ে রয়ে গেল।'
আগামীতে 'রাস', 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম' ও 'গুমগুমা'-তে দেখা যাবে দেবাশীষকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
