Lake Kalibari: লেক কালীবাড়িতে ধুমধাম করে সরস্বতী পুজো, ভিড় ভক্তদের
Saraswati Puja: অভিভাবকরা ছোটদের নিয়ে এসেছিলেন হাতেখড়ির জন্য। পুষ্পাঞ্জলির পর, ভোগ বিতরণ করা হয়। প্রতিবছরই পুজোয় অভিনবত্ব থাকে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: মহা ধুমধাম করে সরস্বতী পুজো হল লেক কালীবাড়িতে। এবার ১৪ বছরে পড়েছে এখানকার পুজো। সরস্বতী পুজো উপলক্ষ্যে ভক্ত সমাগমে রীতিমতো উৎসবের চেহারা লেক কালীবাড়িতে।
ভক্ত সমাগমে রীতিমতো উত্সবের চেহারা নেয় লেক কালীবাড়ি (Lake Kalibari Saraswati Puja)। ১৪ বছরে পড়া লেক কালীবাড়ির সরস্বতী পুজোয় সকাল থেকেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের ভিড় ছিল। অভিভাবকরা ছোটদের নিয়ে এসেছিলেন হাতেখড়ির জন্য। পুষ্পাঞ্জলির পর, ভোগ বিতরণ করা হয়। প্রতিবছরই পুজোয় অভিনবত্ব থাকে। বিভিন্ন পৌরাণিক কাহিনীর থিমে সাজানো হয় প্রতিমা। এবারও ছিল সেই অভিনবত্ব।
লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাইচন্দ্র বসু বলেন, 'দেবীর কাছে প্রার্থনা তিনি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে চলুন। আমাদের চিত্তকে কলুষমুক্ত করে চিরকাল অধিষ্ঠান করুন করুণাময়ী রূপে।' আগামীকাল শীতলষষ্ঠী, সেটাও উদযাপন করা হবে জানিয়েছেন তিনি।
মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বাগ্দেবীর আরাধনায় মাতোয়ারা রাজ্য। কলকাতার লেক কালীবাড়ি থেকে হাওড়ার বেলুড় সর্বত্র ধরা পড়ল উৎসবের ছবি। দুই জায়গাতেই ছিল পড়ুয়া ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। চিরাচরিত প্রথা ও ঐতিহ্য মেনে বাগ্দেবী আরাধনা হল বেলুড় মঠের মূল মন্দিরে এবং বেলুড় মঠের অধীনে থাকা ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে৷ মূল মন্দিরের পাশাপাশি সব জায়গাতেই বৈদিক ও তান্ত্রিক মতে ষোড়শোপচারে পুজো হয়৷ রীতি মেনে ভোরে মঙ্গল আরতির পরে পুজো শুরু হয়।
সব জায়গাতেই ছিল পড়ুয়া ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। পুজোর পর ফল প্রসাদ ও খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। বৃহস্পতিবার দর্পন বিসর্জনের পরে সব প্রতিমার একসঙ্গে নিরঞ্জন হবে বেলুড়মঠে।
সরস্বতী পুজোর (Sawaraswati Puja Celebration) আয়োজনে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরী। ছাত্রছাত্রীরাই ছিল পুজোর আয়োজক। ডোনার নাচের স্কুলের সরস্বতী প্রতিমা গড়েন শিল্পী সনাতন রুদ্র পাল। এ বছর তিন পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় এদিন তাঁকে সম্বর্ধনা দেন ডোনা গঙ্গোপাধ্যায়।
ব্রহ্মার মানসকন্যা সরস্বতী৷ এক হাতে তাঁর বীণা, অন্যহাতে পুস্তক৷ তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই ব্যস্ত তাঁর আরাধনায়৷ প্রেমের দেবতা অল্পেতে সন্তুষ্ট না হলেও, সরস্বতী কিন্তু সামান্যতেই খুশি। বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট৷ সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা আর দোয়াত-কলম৷ মন্ত্রতন্ত্র, নিয়মকাননু তেমন কিছু নয়৷ সরস্বতী কিন্তু কল্যাবিদ্যারও দেবী৷ তাই শিল্প সাধনা যাঁরা করেন, তাঁরাও আজ পুজায় ব্যস্ত।
আরও পড়ুন: 'সব চক্রান্ত', গোপন ডেরা থেকে দাবি শিবুর! উড়িয়ে দিলেন মহিলাদের অভিযোগ