Saraswati Pujo: বাগদেবীর আরাধনায় বেনজির ছবি, সরস্বতী পুজোর সেকাল-একাল মেলাতে পারছেন না বিদ্বজনেরা
স্কুল কলেজে পড়ুয়াদের ভিড়, আড্ডা...বঙ্গে সরস্বতী পুজোয় এতদিন এটাই ছিল চেনা ছবি।

কলকাতা: আদালতের নির্দেশে কোথাও পুলিশের পাহারা, কোথাও অশান্তি এড়াতে RAF নামল, কোথাও পুজোই হল না। সরস্বতী পুজোয় রাজ্যজুড়ে এমনই বেনজির ছবি দেখা গেছে। সেই হাতেখড়ি, হলুদ শাড়ি-পাঞ্জাবিতে অঞ্জলি, দেদার আড্ডার দিনগুলোর সঙ্গে আজকের এই ছবি মেলাতে পারছেন না বিদ্বজনেরাও।
বাগদেবীকে সাক্ষী রেখে হাতেখড়ি, বাসন্তী শাড়ি, হলুদ পাঞ্জাবি, অঞ্জলির মাঝে আড়চোখের চাহনি; স্কুল কলেজে পড়ুয়াদের ভিড়, আড্ডা...বঙ্গে সরস্বতী পুজোয় এতদিন এটাই ছিল চেনা ছবি। কিন্তু এবার হাইকোর্টের নির্দেশে বাণী বন্দনায় কোথাও বন্দুক হাতে পাহারায় নামতে হল পুলিশকে। কোথাও নামল র্যাফ। কোথাও আদালতকে আসরে নামতে হল। কোথাও পুজোই হল না। সেকাল আর একাল। ব্য়ক্তিগত অভিজ্ঞতার সঙ্গে এবারের সরস্বতী পুজোর ছবি কোনও মিলই খুঁজে পাচ্ছেন না সাহিত্য়িক থেকে শিক্ষাবিদ কেউই।
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছেন, "বরাবর দেখেছি একসঙ্গে ছাত্রছাত্রী পুজো করে। এসব না ঘটাই উচিত। পুলিশ পাহারায় ভুল বার্তা যায়। একসাথে পুজো হবে সেটাই অভিপ্রেত...মেনে নেওয়া যায় না। পুজোতে আইন আদালত পুলিশ কেন। ভাল লাগছে না।'' শিক্ষাঙ্গনে সশস্ত্র পুলিশের পাহারায় সরস্বতী পুজো শুধু দুর্ভাগ্যজনক নয়, লজ্জারও। এসকসুরে বলছেন বিশিষ্টরা। অভিনেতা চন্দন সেন বলেন, "যেদিকে এগোচ্ছে আরও খারাপ হবে। ভাবা যায় না। একাধিক জায়গায় এরকম হচ্ছে।'' সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় বলেন, " সরস্বতী এখন সারস্বত নেই। ক্ষমতাপ্রদর্শন, বাহুবলী, দুর্নীতিবাজ সরকার।''
এদিকে এবছর সরস্বতী পুজো থেকে বঞ্চিত হল রাজ্য়ের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। যেমন, কোচবিহারের দিনহাটার পিকনিধারা এপি স্কুল। মঙ্গলবার স্কুল খুলতেই প্রধান শিক্ষকের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান অভিভাবক-গ্রামবাসীরা। ঠিক একইভাবে, পর্যাপ্ত টাকা না থাকার কারণ দেখিয়ে, এবছর পুজোর আয়োজন করেননি, পূর্ব বর্ধমানের কাটোয়ার পারুলিয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অমিতকুমার ভট্টাচার্য। মঙ্গলবার স্কুল খুলতেই প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বাঁকুড়ার বিষ্ণুপুরের যমুনাবাঁধ কলোনি প্রাথমিক বিদ্যালয়ে এবার সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা। সরস্বতী পুজো না হওয়ায়, বাঁকুড়ার বেলিয়াতোড়ের শিরষা প্রাইমারি স্কুলে এসে রীতিমতো স্লোগান দেন পড়ুয়া ও তাদের অভিভাবকরা। সরস্বতী পুজো না হওয়ায়, বোলপুরের নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়েও হুলুস্থুল বাঁধে।
আরও পড়ুন: Birbhum Zilla Parishad:৩ থেকে নেমে ১১-তে, পঞ্চদশ অর্থ কমিশনের খরচের নিরিখে অবনমন বীরভূম জেলা পরিষদের






















