School Closing : 'এত ছুটিতে ক্ষতি হতে পারে পড়াশোনায়' স্কুল ছুটি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে
Summer Vacation in West Bengal : ‘আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, ৩-৪ দিন তাপপ্রবাহ থাকবে, তার জন্য এত দিন স্কুল বন্ধ রাখার অর্থ কী?’ হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় করা হয়েছে উল্লেখ।
প্রকাশ সিনহা, কলকাতা : স্কুল ছুটির (School Summer Vacation) মেয়াদ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা (PIL)। মামলা দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আদালতের কাছে যে পিটিশন দাখিল করা হয়েছে, সেখানে তাদের বক্তব্য,করোনার কারণে গত ২ বছর স্কুল বন্ধ থাকায় এমনিতেই পড়াশোনার ক্ষতি হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার (west bengal government) গরমের ছুটি বাড়িয়ে ৪৫ দিন করছে, তাতে পড়ুয়াদের পড়াশোনায় আরও ক্ষতি হবে বলেই আশঙ্কা তাদের। পাশাপাশি তুলে ধরা হয়েছে ওড়িশা (odisha) সরকারের পদক্ষেপ ও আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথাও। আগামী ৫ মে মামলার শুনানি।
কী পদক্ষেপ ওড়িশা সরকারের,
মাঝে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে ৩০ দিনের গরমের ছুটি একধাক্কায় কমিয়ে ১০ দিন করা হয়েছে ওড়িশায়। সেখানকার সরকারের বক্তব্য, মাঝে ২ বছরে করোনার জেরে স্কুল বন্ধ থাকার কারণে এমনিতেই ছেদ পড়েছে পড়াশোনার স্বাভাবিক গতিতে। অনলাইনে পড়াশোনা চালাতে হয়েছিল পড়ুয়াদের। করোনার ধাক্কা কমার ফর ফের দীর্ঘদিন বাদে স্কুলে ফিরেছে খুদেরা। আস্তে আস্তে গতি পাচ্ছে পড়াশোনা। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে পড়াশোনার গতি বজায় থাকে, সেই জন্যই কমানো হয়েছে ছুটি। যে তথ্য উল্লেখ করা হয়েছে কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা পিটিশনে।
কী বলছে আবহাওয়া অফিস
পাশাপাশি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি হাইকোর্টে যে পিটিশন দাখিল করেছে, সেখানে উল্লেখ করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসের প্রসঙ্গও। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, ৩-৪ দিন তাপপ্রবাহ থাকবে, তার জন্য এত দিন স্কুল বন্ধ রাখার অর্থ কী?’
প্রসঙ্গত, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে গরমের ছুটি দিয়ে দেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ছুটির কথা বেসরকারি স্কুলগুলিকেও জানাতে বলা হয়েছে। ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন- দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য
Education Loan Information:
Calculate Education Loan EMI