School Reopen: আদালতের নির্দেশ মেনে নয়া বিজ্ঞপ্তি জারি, সব পড়ুয়াদের ঢোকার অনুমতি জি ডি বিড়লা স্কুলের
পড়ুয়াদের বেতন বকেয়া থাকায় স্কুলে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গতকাল আদালতে ধাক্কা খায় জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। সমস্ত পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
![School Reopen: আদালতের নির্দেশ মেনে নয়া বিজ্ঞপ্তি জারি, সব পড়ুয়াদের ঢোকার অনুমতি জি ডি বিড়লা স্কুলের School Reopen: GD Birla School of Ranikuthi issued a new notification following the directions of Calcutta High Court School Reopen: আদালতের নির্দেশ মেনে নয়া বিজ্ঞপ্তি জারি, সব পড়ুয়াদের ঢোকার অনুমতি জি ডি বিড়লা স্কুলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/fdc1b9ff7e63148ea8ed39bb7b14f771_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি জারি করল রানিকুঠির জি ডি বিড়লা স্কুল (G D Birla School)। স্কুলের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের নির্দেশ মেনে সমস্ত পড়ুয়াই আজ থেকে স্কুলে আসতে পারবে। পড়ুয়াদের বেতন বকেয়া থাকায় স্কুলে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গতকাল আদালতে ধাক্কা খায় জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। সমস্ত পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে এরপর সমস্ত পড়ুয়াদের স্কুলে আসতে বলে নোটিস জারি করে জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ।
খুলল জি ডি বিড়লা স্কুল: পড়ুয়াদের বকেয়া বেতন নিয়ে আদালতে ধাক্কা খায় জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। বলা হয়, বুধবার থেকে সব পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিতে হবে। স্কুল কর্তৃপক্ষের ৯ এপ্রিলের নোটিস খারিজ করে, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে এদিন নির্দিষ্ট সময় থেকে শুরু হয় স্কুল। উল্লেখ্য, বকেয়া বেতন নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে জি ডি বিড়লা স্কুলে। এই নিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখালে, আইনশৃঙ্খলাজনিত সমস্যার কারণ দেখিয়ে, এমাসের শুরুতে তিনটি স্কুলের ৬টি ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। ৪ দিন পর স্কুল খুললেও, যারা বকেয়া বেতন মিটিয়েছে, শুধুমাত্র সেই পড়ুয়াদেরই স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হয়। এরই প্রতিবাদে হাইকোর্টে মামলা করেন অভিভাবকদের একাংশ।
মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বুধবার থেকে সব পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিতে হবে।বকেয়া সংক্রান্ত বিষয় বিবেচনা করবেন আদালত নিযুক্ত বিশেষ যুগ্ম আধিকারিক। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের সাহায্য নিতে পারবেন ওই আধিকারিক। ৬ জুনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে আদালতে। মামলাকারী বিনীত রুইয়া বলেন, “আদালত নির্দেশ দিয়েছে কারও অভিযোগ থাকলে স্কুল কথা না শুনলে অফিসাররা দরকারে পুলিশের সাহায্য নিতে পারে।’’ আদালতের এই নির্দেশ, সব বেসরকারি স্কুলের নোটিস বোর্ড টাঙাতে বলা হয়েছে।
আরও পড়ুন: Coochbehar News: চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর অভাব, পরিষেবায় প্রভাব কোচবিহারের হাসপাতালে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)