Sealdah Metro inauguration: মেট্রোর উদ্বোধন ঘিরে অব্যাহত বিতর্ক! আমন্ত্রণপত্রে নাম নেই মুখ্যমন্ত্রী, মেয়র, রাজ্যপালের
আমন্ত্রণপত্রে নাম রয়েছে শুধুমাত্র স্থানীয় সাংসদ ও বিধায়কের। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রেল সূত্রের দাবি আমন্ত্রণপত্রে নাম থাকে শুধুমাত্র স্থানীয় সংসদ, বিধায়কেরই।
কলকাতা: মেট্রোর (East-West Metro) উদ্বোধনে আমন্ত্রণ বিতর্কে নতুন মোড়। আমন্ত্রণপত্রে নাম নেই মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। নাম নেই মেয়র, রাজ্যপালেরও (Governor Jagdeep Dhankhar)। আমন্ত্রণপত্রে নাম রয়েছে শুধুমাত্র স্থানীয় সাংসদ ও বিধায়কের। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রেল সূত্রের দাবি আমন্ত্রণপত্রে নাম থাকে শুধুমাত্র স্থানীয় সংসদ, বিধায়কেরই।
আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আসতেই বিতর্ক: গতকাল শেষ মুহূর্তে জানানো হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে। রেল সূত্রের খবর, 'আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়কে।' মূল অনুষ্ঠান হবে হাওড়ায়। প্রাথমিকভাবে জানা যায়, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু, আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, একজন কেন্দ্রীয়মন্ত্রী আসছেন। তার সঙ্গে স্থানীয় সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ করা হবে। তবে আজ সেই আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক।
বৃহস্পতিবার থেকে পরিষেবা: আজ উদ্বোধন হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর অষ্টম স্টেশন শিয়ালদার। বৃহস্পতিবার থেকে মেট্রো ছুটবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। যাত্রী সংখ্যা বাড়ার ভাবনায় সেদিন থেকে মেট্রোরপরিষেবা বাড়িয়ে ১০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিষেবা। আজ শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি রাজ্যে এসে গিয়েছেন গতকালই। তবে স্থানীয় তৃণমূল সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ করা হলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। এ’নিয়েই তুঙ্গে উঠেছিল তরজা।
প্রথমে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছিলেন, স্থানীয় সাংসদ, বিধায়ককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। আর এতেই সমালোচনায় সরব হয় তৃণমূল। ঘটনায় ফিরহাদ হাকিমের দাবি, মুখ্যমন্ত্রী ওইসময় উত্তরবঙ্গে থাকবেন, তাই পরিকল্পনা করেই সোমবার উদ্বোধন করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি অসহযোগিতার অভিযোগ তুলেছেন পরিবহণমন্ত্রী।
শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা পৌঁছয় চরমে। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'ঠিক করেছে কেন্দ্রীয় সরকার, কোনওদিন যেন না ডাকে। কেন্দ্রের টাকা নিয়ে সৌজন্য দেখানো হয় না। বিরোধী নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূল কোনও অনুষ্ঠানে ডাকে না'। রাজ্যের টাকাই রাজ্য পায়, ভিক্ষা চাইছে না। স্বেচ্ছাচারিতা করছে কেন্দ্র, পাল্টা মন্তব্য ফিরহাদ হাকিমের।
আরও পড়ুন: Kolkata Metro: শিয়ালদহ মেট্রোর উদ্বোধনের আগে কুণালের তোপে রেলমন্ত্রী !