G20 TWG meet:এপ্রিলের গোড়াতেই জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক শিলিগুড়ি-দার্জিলিংয়ে
India News:আগামী ১-৩ এপ্রিল জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের(TWG) বৈঠক বসছে শিলিগুড়ি ও দার্জিলিংয়ে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ২৯টিরও বেশি দেশের অন্তত জনাষাটেক প্রতিনিধি হাজির থাকবেন সেখানে।
কলকাতা: আগামী ১-৩ এপ্রিল জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের(TWG) বৈঠক বসছে শিলিগুড়ি ও দার্জিলিংয়ে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ২৯টিরও বেশি দেশের অন্তত জনাষাটেক প্রতিনিধি হাজির থাকবেন সেখানে। আপাতত এই আন্তর্জাতিক অনুষ্ঠান উপলক্ষ্যে সেজে উঠছে ওই দুই এলাকা।
কী জানা গেল?
গত ৭ থেকে ৯ ফেব্রুয়ারি গুজরাতের 'কচ্ছের রান'-এ জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকটি হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়, দ্বিতীয় TWG বৈঠকে সংগঠনের তরফে যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। কী সেই পাঁচ আলোচ্য বিষয়? প্রথমত, গ্রিন ট্যুরিজম। দ্বিতীয়ত, ডিজিটালাইজেশন। তৃতীয়ত স্কিলস বা দক্ষতাবৃ্দ্ধির দিকে নজর। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে পর্যটনের সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ডেস্টিনেশন ম্যানেজমেন্ট। প্রত্যেকটি বিষয় নিয়েই ইন্ডিয়া ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের কার্যকারিণী বৈঠকে আলোচনা করে প্রস্তাব গ্রহণ করা হয়।
আর কী?
TWG-র দ্বিতীয় বৈঠকে দার্জিলিংয়ে একটি কৌশলগত সফরেরও পরিকল্পনা করা হয়। কাঞ্চনজঙ্ঘার কোলে দাঁড়িয়ে থাকা শৈলশহর দার্জিলিং এমনিতেই পর্যটনক্ষেত্র হিসেবে বিপুল জনপ্রিয়। এখানকার অন্যতম আকর্ষণ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা DHR যা কিনা 'টয়ট্রেন সফর' বলেই বেশি পরিচিত। ভারতের উচ্চতম রেলস্টেশন ঘুম থেকে বাতাসিয়া লুপ পর্যন্ত ওই রেলসফর পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর ইউনেস্কো DHR-কে ঐতিহ্যের শিরোপা দেয়। এই দার্জিলিংয়ের ম্যাল রোডেই আগামী ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। জি-২০ তে ভারতের প্রেসিডেন্সি নিয়ে আমজনতার জন্য প্রচার এবং অ্যাডভেঞ্চার ট্য়ুরিজমের সঙ্গে কী ভাবে স্থিতিশীল উন্নয়নের সঙ্গতি আনা যায় সেটি নিয়েই বার্তা থাকবে ওই প্রদর্শনীতে। একই সঙ্গে একটি অনুষ্ঠানেরও আয়োজন করার কথা কেন্দ্রীয় পর্যটনমন্ত্রকের। নাম, 'অ্যাডভেঞ্চার ট্যুরিজমের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন'। প্যানেলিস্ট হিসেবে Adventure Tour Operators Association-র ভাইস প্রেসিডেন্ট গাব্রিয়েলা স্টোওয়েল, জি২০-র প্রতিনিধি ও পদ্মশ্রী সম্নানে ভূষিত অজিত বাজাজকে নিমন্ত্রণ জানানো হয়েছে। অজিত Adventure Tour Operators Association-র প্রেসিডেন্টও বটে। সব মিলিয়ে বিশাল অনুষ্ঠানের তোড়জোড় শিলিগুড়ি ও দার্জিলিংয়ে।
অতিমারির পর এমনিতেই ঘুরে দাঁড়াতে মরিয়া পর্যটনশিল্পের সঙ্গে জড়িত বহু মানুষ। এর মধ্যে শিলিগুড়ি ও দার্জিলিংয়ে এমন বৈঠক আরও বেশি করে শিরোনামে আনবে এলাকাগুলিকে, আশা তাঁদের। বৈঠক থেকে ইতিবাচক দিশাও বেরোতে পারে বলে মনে করছেন পর্যটনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।
আরও পড়ুন:আমার কাছে ধর্ম হল...আদালতে দোষী সাব্যস্ত রাহুল মহাত্মার শরণে