Birbhum: বীরভূমে লাইন সম্প্রসারণের কাজের জের, এক্সপ্রেস, প্যাসেঞ্জারসহ একাধিক ট্রেন বাতিল
বাতিল হচ্ছে হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। বাতিল হচ্ছে রামপুরহাট-আজিমগঞ্জ মেমু স্পেশাল-সহ একাধিক ট্রেন
বীরভূম: বীরভূমে তৃতীয় লাইনের সম্প্রসারণের কাজের জেরে বাতিল একাধিক ট্রেন। চাতরা-মুরারই স্টেশনের মধ্যে তৃতীয় লাইনের সম্প্রসারণের কাজ চলছে। ১০ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ১১ জোড়া মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হচ্ছে আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। বাতিল হচ্ছে হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। বাতিল হচ্ছে রামপুরহাট-আজিমগঞ্জ মেমু স্পেশাল-সহ একাধিক ট্রেন। লাইনের কাজের জন্য ২১টি মেল, এক্সপ্রেস ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘুরপথে চলবে হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, শিয়ালদা-আগরতলা এক্সপ্রেস। ঘুরপথে চলবে শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কাজ শেষ হলেই কলকাতা-এনজেপির মধ্যে দূরপাল্লার ট্রেন, মালগাড়ি চালু হয়ে যাবে।
বাতিল একাধিক ট্রেন: অন্যদিকে হাওড়া ডিভিশনে নন ইন্টার লকিং কাজের জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিলের পাশাপাশি, বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বিশেষত পর্যটনের এই সময়ে কলকাতা থেকে উত্তরবঙ্গের ডুয়ার্সে পৌঁছনোর কাঞ্চন কন্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
এর ফলে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের একাংশের। অনেককে টিকিট কেটে রেখেছেন এই ট্রেনে আসবেন। আবার অনেকেরই ফেরার টিকিট রয়েছে তাই হঠাৎ করে রেলের এই ঘোষণায় বিপাকে পড়েছেন পর্যটকরা।
এই পরিস্থিতিতে পর্যটকদের এই সমস্যার সমাধানে এগিয়ে এল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। পর্যটকদের কথা মাথায় রেখে কলকাতা থেকে চারটি বাস শিলিগুড়ি পর্যন্ত চালাবে নিগম, অন্যদিকে একই ভাবে শিলিগুড়ি থেকেও প্রতিদিন চারটি বাস কলকাতায় যাবে। পাশাপাসি আলিপুরদুয়ার থেকেও স্পেশাল বাস সার্ভিস চালু করা হয়েছে এই সমস্যা সমাধানে। এছাড়াও যদি প্রয়জন হয় তবে আরো বাসের ব্যবস্থা করতে পারে নিগম এমনটাই জানিয়েছেন উত্তরবংগ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। ইতিমধ্যে পরিবহন সংস্থার ওয়েব সাইটে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে।
বাতিল হয়েছে:
হাওড়া থেকে হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস (এই গুলির ক্ষেত্রে ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)- হাওড়ার দিকে আসা এই ট্রেনগুলিও বাতিল
শিয়ালদহ থেকে শিয়ালদহ-আলিপুরদুয়ার জং কাঞ্চনকন্যা এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)- শিয়ালদহের দিকে আসা ট্রেনগুলিও বাতিল।
সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ:
সাহেবগঞ্জ-রামপুরহাট স্পেশাল
রামপুরহাট -গয়া এক্সপ্রেস স্পেশাল
রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশাল
আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল-সহ আরও একাধিক ট্রেনের।
একাধিক ট্রেন ছাড়া সময়ের পরিবর্তনও করা হয়েছে:
আপ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস
ডাউন মালদা টাউন-সুরাট এক্সপ্রেস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে