Uttar Dinajpur: আগে থেকে না জানিয়ে টোল আদায় কেন? জাতীয় সড়কে ধুন্ধুমার বেসরকারি পরিবহণ কর্মী ও টোল কর্মীদের মধ্যে
Tension Erupts Centering Newly Constructed Toll Plaza:জাতীয় সড়কের উপরে নবগঠিত টোল প্লাজা থেকে আচমকা টোল চালুর ঘটনা ঘিরে টোল কর্তৃপক্ষ ও বেসরকারি বাস সংগঠনের মধ্যে তুমুল উত্তেজনা বাধল।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: জাতীয় সড়কের উপরে নবগঠিত টোল প্লাজা থেকে (Newly Constructed Toll Plaza0 আচমকা টোল চালুর ঘটনা ঘিরে টোল কর্তৃপক্ষ ও বেসরকারি বাস সংগঠনের মধ্যে (tension erupts between toll workers and private transport workers) তুমুল উত্তেজনা বাধল। পরবর্তীকালে যা রীতিমতো সংঘর্ষের (Clash erupts at toll plaza of uttar dinajpur) চেহারা ধারণ করে। অভিযোগ, আগে থেকে কোনও কিছু না জানিয়ে কী ভাবে টোল গ্রহণ শুরু হল? এই নিয়েই উত্তেজনা।
কী ঘটেছিল?
শনিবার দুপুরে জাতীয় সড়কের উপরে ওই টোলপ্লাজায় আসা বেসরকারি গাড়িগুলি থেকে আচমকা টোল নিতে শুরু করেন কর্মীরা। কিন্তু আগে থেকে কিছু না জানিয়ে কী ভাবে টোলগ্রহণ প্রক্রিয়া শুরু হল? এই নিয়ে প্রতিবাদ জানাতেই কর্মীরা বেসরকারি পরিবহণ কর্মীদের উপরে হামলা চালান বলে অভিযোগ। গোটা ঘটনায় তাঁদের বেশ কয়েক জন আহতও হয়েছেন। ঘটনাস্থলে হাজির হন বেসরকারি বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্লাবন প্রামাণিক। তিনি বলেন, 'এখনও জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ নয়। তার পরেও হঠাৎ করে টোল নেওয়া শুরু হয়েছে। টোলের যে পরিমাণ ধার্য হয়েছে, তাতে চরম ক্ষতির সম্মুখীন গাড়িচালকরা।' তিনি বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামবেন তারা। অন্য দিকে, পাল্টা বেসরকারি পরিবহণের বিরুদ্ধে অভিযোগ এনেছেন টোল কর্তৃপক্ষ। টোলের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, একটি স্থানীয় গাড়ি তাঁদের টোল দিতে রাজী না হলে প্রতিবাদ জানান। তার পর ওই গাড়ির আরোহীরাই তাঁদের মারধর করেন। ঘটনায় তাঁদেরও কয়েকজন আহত হয়েছেন বলে পাল্টা দাবি করা হয়েছে। সব মিলিয়ে তীব্র উত্তেজনা এলাকায়। এর আগে, জানুয়ারির গোড়ায় ডানকুনি টোল প্লাজায় কর্মী নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
বিতর্ক আগেও...
ডানকুনি টোল প্লাজায় কর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁর মতামত নিতে হবে। এই মর্মে টোলপ্লাজা কর্তৃপক্ষকে নিজের প্যাডে চিঠি লিখে বিতর্কে জড়িয়েছিলেন ডানকুনি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডল। ৩১ ডিসেম্বরও একই দাবিতে তাঁর নেতৃত্বে মিছিল হয়েছিল। ডেপুটেশন দেওয়া হয় টোলপ্লাজা কর্তৃপক্ষকে। এই ঘটনা জানাজানি হতেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি ও সিপিএম। বিষয়টি নিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ভুল স্বীকার করলেও, যাঁকে ঘিরে এত বিতর্ক, সেই তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডল তাতে দোষের কিছু দেখেননি!
আরও পড়ুন:'AI এর যুগ, যা খুশি বানানো যায়, RRR দেখেননি?', দলবদলের জল্পনা ওড়ালেন হিরণ