Hiran Chatterjee : 'AI এর যুগ, যা খুশি বানানো যায়, RRR দেখেননি?', দলবদলের জল্পনা ওড়ালেন হিরণ
Hiran Chatterjee BJP : শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন হিরণ চট্টোপাধ্য়ায়। আর তারপরই অভিনেতা - বিধায়কের সাংবাদিক সম্মেলন ।
খড়গপুর : বঙ্গ বিজেপিতে (BJP ) কি ফের ভাঙন আসন্ন? খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ( Hiran Chatterjee ) ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে তৈরি হয় এমনই জল্পনা। ছবিতে হিরণের পাশে দেখা গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতিকে। এরপরই শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন হিরণ চট্টোপাধ্য়ায়। আর তারপরই অভিনেতা - বিধায়কের সাংবাদিক সম্মেলন ?
শনিবাসরীয় দুপুরে সাংবাদিকদের তিনি স্পষ্টই জানিয়ে দেন বিজেপিতেই থাকছেন । ছবি সম্পর্কে তাঁর যুক্তি, ' RRR দেখেছেন তো আপনারা? সেখানে যা যা অ্যাকশন দেখানো হয়েছিল, তা বাস্তবে কি সম্ভব ? এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আজ ছবি দেখিয়েছে, কাল ভিডিও সামনে আসতে পারে। '
দলবদলের বিষয়টিকে উড়িয়ে দিয়ে হিরণ বলেন, ' কুণাল ঘোষের জন্মদিনেও তো দিলীপ ঘোষকে কেক খেতে দেখা গিয়েছে। তাবলে কি কুণাল ঘোষ যোগ দিয়েছেন বিজেপিতে ? নাকি দিলীপ ঘোষ তৃণমূলে চলে গিয়েছেন? '
আরও পড়ুন :
Kangana Ranaut On Pathaan : 'পাঠানের সাফল্য নিয়ে যদি এই কথাটা একবার শুনি ...'
শুক্রবার নিজাম প্যালেসে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ। মিনিট পনেরো দু-জনের মধ্যে কথা হয়। যদিও, এ নিয়ে হিরণ কোনও মন্তব্য করতে চাননি।
ভাইরাল ছবিতে তোলপাড় রাজ্য-রাজনীতি-
সম্প্রতি হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) একটি ভাইরাল ছবি ঘিরে ফের তোলপাড় রাজ্য-রাজনীতি। ওই ছবি অনুযায়ী, অজিত মাইতির সঙ্গে গত ১০ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। এমনই খবর ছিল সূত্রের। যদিও এনিয়ে কোনও মন্তব্য করেননি হিরণ। উপরন্তু তিনি 'জয় শ্রীরাম' স্লোগান তোলা পুরনো ভিডিও পোস্ট করেন। কিন্তু, এই খবর সামনে আসার পরই ফের একবার দলবদলের জল্পনা শুরু হয়েছে। তার সঙ্গে এই প্রশ্নও উঠছে, গেরুয়া শিবির থেকে কি কেউ যোগ দেবেন ?
সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে যোগদান নিয়ে কথা হয় হিরণের। কী শর্তে তিনি তৃণমূলে যোগ দিতে চান, সেবিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সেই সময় এই মর্মে খবর সম্প্রচারিত হলেও, হিরণ তা অস্বীকার করেন। ট্যুইট করে তিনি জানান, মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছেন তিনি। এই খবর সম্পূর্ণ মিথ্যা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি তাঁর সাক্ষাৎ হয়েছিল ? এই প্রশ্নের উত্তরে হিরণ শনিবার বলেন, ২০১৪ থেকে ২০২১ অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিল, ২০২১-এর পর তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই' বিতর্কে জবাব হিরণ মুখোপাধ্যায়ের।