Puri Express: কালো ধোঁয়ায় ঢেকেছে ট্রেনের বগি, শালিমার-পুরী এক্সপ্রেসে আগুন আতঙ্ক!
Shalimar Puri Express: সেই সময় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের জেনারেল কোচের তৃতীয় বগির নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
![Puri Express: কালো ধোঁয়ায় ঢেকেছে ট্রেনের বগি, শালিমার-পুরী এক্সপ্রেসে আগুন আতঙ্ক! Shalimar Puri Express Fire out train break problem andul station Puri Express: কালো ধোঁয়ায় ঢেকেছে ট্রেনের বগি, শালিমার-পুরী এক্সপ্রেসে আগুন আতঙ্ক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/e3fe305c4c397d5ff29c763564669ad11699855078343223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুনীত হালদার, হাওড়া: ফের আগুন আতঙ্ক। এবার আপ শালিমার পুরী এক্সপ্রেসে। জানা যায়, সোমবার সকাল পৌনে দশটা নাগাদ আন্দুল স্টেশন পার হয়ে ট্রেনটি যখন সরস্বতী নদীর উপর দিয়ে ১৭ নম্বর রেল ব্রিজ দিকে যাছিল সেই সময় ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা।
সেই সময় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের জেনারেল কোচের তৃতীয় বগির নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং রেল কর্মীরা। এরপর তারাই দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। চাকার ব্রেকের ঘর্ষণের কারণেই এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। আধ ঘন্টা পর ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)